নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ স্বর্ণযুগে বিশালগড় মহকুমা হাসপাতালে রোগী ও রোগীর আত্মীয়পরিজনেরা চিকিৎসা করাতে এসেও নিরাপদে নেই৷ গভীর রাতে হাসপাতালের কতিপয় কর্মচারীরা চুরি করে নিয়ে যাচ্ছে মোবাইল, টাকা সহ বহু মূল্যবান সামগ্রী৷ প্রসঙ্গত বিশালগড় থানাধীন অপিসটিলার বাসিন্দা বিথি দেবনাথ ও তিথী দেবনাথ দুই বোন মিলে মাকে হাসপাতালে ভর্তি করান চিকিৎসার জন্য৷ সে সুবাদে সে দুই বোন বিথি ও তিথি দেবনাথ মার দেখাশুনা করার জন্য হাসপাতালেই রয়ে যান৷ অভিযোগ গভীর রাতে হাসপাতালেরই এক কর্মী তাদের দুটি মোবাইল সহ নগদ দশ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়৷ বিশ্বস্ত সূত্রে জানা যায়, হাসপাতালের এক কর্মী এই চুরির সঙ্গে জড়িত৷ উপযুক্ত প্রমাণ ছাড়া তাকে হাতের নাগালে আনতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ৷ রোগীর পরিবার এবিষয়ে হাসপাতালে কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা তদন্ত করে দেখবেন বলে জানিয়েছেন৷