BRAKING NEWS

তেলিয়ামুড়ায় পর্থ দূর্ঘটনায় গুরুতর জখম দুইজন

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ আবারও জাতীয় সড়কে পথ দুর্ঘটনা৷ গুরুতর আহত দুইজন৷ তাদের চিকিৎসা চলছে বর্তমানে আগরতলার জিবি হাসপাতালে৷ জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন মহারাণীপুর এলাকায় অটো ও বাইকের মধ্যে সংঘর্ষ হয়৷ তাতে বাইকে থাকা স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হয় চাকমাঘাট থেকে টিআর০২-বি-৫৬৬০ নম্বরের বাইক নিয়ে মণিন্দ্র দেবববর্মা ও তার স্ত্রী রাণীমালা দেববর্মা নিজ বাড়ি ঘিলাতলী দাওছড়ার উদ্দেশ্যে যাচ্ছিল৷ অপরদিকে টিআর০৬-২১২৮ নম্বরের যাত্রীবাহী অটো চাকমাঘাট থেকেই একই রাস্তা ধরে তেলিয়ামুড়ার দিকে আসছিল৷ মহারাণীপুর এলাকায় আসতেই  অটোটি বাইকটিকে  ওভার টেক করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি অটোতে ধাক্কা লাগে, তাতে ছিটকে পড়ে যায় দম্পতিযুগল৷  এলাকাবাসী তাদের হাসপাতালে পাঠালে তাদের অবস্থা খারাপ বুঝে কর্তব্যরত চিকিৎসক তাদের জিবিতে রেফার করে৷ অপর থানার এসআই বাপন শীল জানায় অটোর চালক শ্যামল দাস পলাতক৷ তবে বাইক ও অটোকে আটক করা হয়েছে৷ এবং তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হবে৷ তবে ঘন ঘন জাতীয় সড়কের উপর তেলিয়ামুড়ায় আতঙ্কে ভুগছে পথ চলতি মানুষ৷ নেই নিয়ন্ত্রণের কোন সুবন্দোবস্ত৷

বাইক দূর্ঘটনায় গুরুতর ট্রাফিক পুলিশ কনস্টেবল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ বাইক দুর্ঘটনায় আহত হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক ট্রাফিক কনস্টেবল৷ তার নাম বিপ্লব শীল৷ ববাবা মৃত সুকুমার শীল, বাড়ি বিশালগড়ের লালসিংমুুড়া এলাকায়৷ ঘটনা শুক্রবার বেলা সাড়ে দশটা নাগাদ সিপাহিজলা অভয়রাণ্য সংলগ্ণ জাতীয় সড়কে৷ ঘটনার বিবরণে জানা গেছে ট্রাফিক কনস্টেবল বিপ্লব শীল তার টিআর০২-জেড-৭৯৮৯ নম্বরের বাইক নিয়ে উদয়পুর ট্রেনিং সেন্টারের উদ্দেশ্যে যাচ্ছিল৷ সিপাহিজলা অভয়ারণ্যের অপর দিক থেকে একটি গাড়ি ধেয়ে আসছে দেখেই বাইক চালক বিপ্লব বাইকটিকে জঙ্গলের দিকে ঢুকিয়ে দেয়৷ এতে ধাক্কা লাগে একটি গাছের সঙ্গে৷ তার পায়ে ও মাথায় আঘাত লাগে৷ দমকল কর্মীরা তাকে হাসপাতালে পঁৌঁছে দিলে প্রাথমিক চিকিৎসার পর তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করে দেওয়া হয়৷ পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *