নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ জিবি বাজার এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার দুপুর নাগাদ প্রচুর পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করেছে৷ উদ্ধার করা নেশা সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষ টাকা৷
রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় মদ ও জুয়া বিরোধী অভিযান অব্যাহত রেখেছে পুলিশ৷ পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার শর্মিষ্ঠা চক্রবর্তী, এসডিপিও শুভেন্দু দাস ও ক্যাপিটেল কমপ্লেক্স থানার ওসি সরোজ ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশ শুক্রবার দুপুর নাগাদ জিবি বাজারে হানা দেয়৷ অভিযান চালিয়ে দুটি দোকান থেকে প্রচুরপরিমাণ বিলেতি ও দেশী মদ উদ্ধার করা হয়৷ উদ্ধার করা সামগ্রীর মূল্য প্রায় দুই লক্ষাধিক টাকা৷ রাজধানী আগরতলা শহর এলাকা মদ জুয়া ও অসামাজিক কার্যকলাপের ত্রিবেণী সংগমে পরিণত হয়েছে উদ্ভুত পরিস্থিতিতে পুলিশ মদ ও জুয়া বিরোধী অভিযান অব্যাহত রেখেছে৷
2016-07-23