নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২২ জুলাই৷৷ কৈলাসহরের বিভিন্ন স্থানে নেশা সামগ্রীর রমরমা পরিলক্ষিত হচ্ছে৷ পুর পরিষদের ৬নং ওয়ার্ডের মোহনপুর এলাকায় তল্লাশি চালিয়ে বেশ কিছু বোতল কোরেক্স ও নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে৷
কৈলাসহরের এসডিপিও এবং কৈলাসহর থানার ওসি শুক্রবার দুপুরে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানে সামিল হন৷ পুর পরিষদের ৬নং ওয়ার্ডের মোহনপুর এলাকায় সায়েদ আলির বাড়িতে তল্লাশি চালিয়ে ৮০ বোতল কোরেক্স এবং বেশ কিছু নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করেছেন৷ পুলিশ আসছে দেখে সায়েদ আলি পালিয়ে যায়৷ কৈলাসহর থানার ওসি সুব্রত চক্রবর্তী জানান, এধরনের অভিযান অব্যাহত থাকবে৷ এব্যাপারে সায়েদ আলির বিরুদ্ধে মামলা গৃহীত হয়েছে৷ তাকে খঁুজে পায়নি পুলিশ৷ তাকে খঁুজে বের করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ নেশা বিরোধী অভিযানে এসডিপিও রাজীব সেনগুপ্তও সহ অন্যান্যরা সামিল হন৷