BRAKING NEWS

সোনামুড়ায় বেআইনী বিস্তর কাঠ ও চেড়াই মেশিন বাজেয়াপ্ত

police155নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ বেআইনীভাবে কাঠ চেড়াইয়ের সময় কাঠ সহ চেড়াইয়ের মেশিন উদ্ধার করেছে বিএসএফ এবং বন দপ্তরের কর্মীরা৷ সংবাদে প্রকাশ বৃহস্পতিবার সকালে সোনামুড়ার দুর্লভ নারায়ণ থেকে বিএসএফ ও বন দপ্তরের কর্মীরা যৌথ অভিযান চালিয়ে এই সাফল্য পায়৷ গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়৷ ঐ এলাকার একটি জঙ্গলে অবৈধ ভাবে কাঠ চেড়াইয়ের মেশিন বসানো হয়েছিল৷ অভিযানে কাঠ ও মেশিন উদ্ধার হলেও কাউকেই আটক করা যায়নি৷ জানা গিয়েছে, সোনামুড়ার বেশ কয়েকটি স্থানে বেআইনীভাবে কাঠ চেড়াইয়ের মেশিন দিয়ে বনাঞ্চলের মূল্যবান গাছ কেটে কাঠ করে রাজ্যের বিভিন্ন বাজারে চোরাচালান করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *