নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ ফের মহিলাকে খুন৷ ঘটনা দক্ষিণ জেলার বিলোনীয়া থানার অধীন বরজ কলোনীতে৷ মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ মৃতার নাম শিখা কর চৌধুরী (৩৪)৷
সংবাদে প্রকাশ, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশেই একটি গাছে শিখার ঝুলন্ত মৃতদেহ দেখতে পাওয়া যায়৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় বিলোনীয়া থানার পুলিশকে৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ এই ঘটনায় পুলিশ একটি আস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷ যদিও স্থানীয় জনগণের পক্ষ থেকে অভিমত ব্যক্ত করা হয়েছে এটি একটি পরিকল্পিত খুনের ঘটনা৷ হত্যার পর মৃতদেহ ফাঁসিতে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক রচনা করা হয়েছে৷
এদিন সকালে বরজ কলোনীর একটি গাছের পাতি ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়৷ জানাজানি হতেই ছুটে আসে এলাকার লোকজন৷ খবর দেওয়া হয় পুলিশকে৷ প্রাথমিক ভাবে আন্দাজ করা হচ্ছে শিখাকে অন্য কোথাও খুন করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে৷ যে অবস্থায় শিখার মৃতদেহ উদ্ধার হয়েছে তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে তাকে অন্য কোথাও খুন করা হয়েছে৷ শিখার পায়ের একটা অংশ মাটিতে স্পর্শ করেছিল৷ শিখা আত্মহত্যা করলে মৃতদেহটি এই অবস্থানে থাকতো না৷ যদিও পুলিশ ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত স্পষ্ট করে কিছুই বলতে চাইছে না৷
এদিকে, এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, শিখা কর চৌধুরী স্বামী পরিত্যাক্ত৷ মাঝ বয়সী এই মহিলাকে হয়তো কোন দুসৃকতী তুলে নিয়ে অন্যত্র ধর্ষণের পর হত্যা করেছে৷ মৃতদেহ ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে৷ পুলিশ অবশ্য তদন্ত শুরু করেছে৷ রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারেনি৷ এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷