নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২১ জুলাই ৷৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার যখন গোমতী জেলাশাসক অফিসের কনফারন্সে হলে উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করছিলেন ঠিক তখনই কৃষকরা ডিজেলের দাবীতে জেলা শাসক কার্যালয়ের কাছে খালি ড্রাম নিয়ে বিক্ষোভ ও পথ অবরোধ করেন৷
জাতীয় সড়কের বেহা দশায় কারনে রাজ্যে পেট্রোল ডিজেল ও অন্যান্য নিত্যপন্য চাহিদা অনুযায়ী আসছে না৷ মজুত তলানীতে এসে ঠৈকেছে৷ পেট্রোল ও ডিজেলের সঙ্কট মারাত্মক আকার ধারন করেছে৷ যান বাহনের পাশাপাশি কৃষি যন্ত্রপাতি ব্যবহারের জন্যও ডিজেল খুবই জরুরী৷ সেক্ষেত্রে জটিল সমস্যার হয়েছে৷ যান বাহন গুলিকে ডিজেল সরবরাহ করা হলেও কৃষি যন্ত্রপাতি ব্যবহারের জন্য ডিজেল দেওয়া হচ্ছে না উদয়পুর কিরন পেট্রোলিয়াম এজেন্সী থেকে৷ ডিজেল পাম্প কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দেন খাদ্য দপ্তর বা খেলা শাসক অফিস থেকে পারমিট নিয়ে আসার জন্য৷ কিন্তু মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পর্যালোচনা বৈঠকে সরকারী ইস্যু করার মতো কেউ নেই৷ কৃষকরা বিমুখ হয়ে ফিরে এসেছেন৷ তাতে ক্ষুব্দ হয়েই কৃষকরা পথ অবরোধ সামিল হন৷
অবরোধের খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ছুটে যায়৷ কৃষকরা যাতে ডিজেল পেতে পারেন সেজন্য পারমিটের উপযুক্ত ব্যবস্থা করা হবে বলে তাদেরকে আশ্বাস্থ করা হয়৷ তারপরই তারা পথ অবরোধ মুক্ত করেন৷