নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ কল্যাণপুর বিদ্যুৎ সাব স্টেশনে বৃহস্পতিবার হঠাৎ অগ্ণিকান্ডের ঘটনা ঘটে৷ খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন কোনক্রমে আয়ত্ত্বে আনে৷ ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বিদ্যুৎ সাবস্টেশনটি৷
কল্যাণপুর বিদ্যুৎ সাবস্টেশনে বৃহস্পতিবার শর্টসার্টিক থেকে আগুন ধরে যায়৷ মুহূর্তেই আগুন বিকট আকার ধারণ করে৷ খবর পেয়ে দমকল বাহিনী এসে কার্বনডাইক্সাইড প্রয়োগ করে আগুন কোনক্রমে আয়ত্ত্বে আনে৷ দ্রুত আগুন আয়ত্ত্বে না আসলে পুরো সাবস্টেশনটি অগ্ণিকান্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার যথেষ্ট আশঙ্কা ছিল৷ স্থানীয় জনগণের অভিযোগ, দায়িত্বশীল কোন আধিকারিক সেখানে প্রায়ই থাকে না৷ ফলে অরাজকতার পরিবেশ কায়েম হয়৷ দীর্ঘ অবহেলার ফলশ্রুতিতেই শর্ট সার্কিট থেকে অগ্ণিকান্ডের ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ মিলেছে৷ সাব স্টেশনটি পুরোপুরি পুড়ে গেলে বিদ্যুৎ এর যোগান দেওয়া কষ্টকর হয়ে উঠত৷ কপালগুনে রক্ষা মিলেছে৷ কাদের গাফিলতিতে বিদ্যুৎ সাব স্টেশনে এধরনের অগ্ণিকান্ডের ঘটনা ঘটেছে তা খঁুজে বের করার দাবি উঠেছে৷