BRAKING NEWS

পণের জন্য নির্যাতনে অতিষ্ঠ হয়ে অ্যাসিড খেয়ে আত্মঘাতী গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ পারিবারিক কলহের দায়ে অ্যাসিড খেয়ে আত্মহত্যা করলেন এক গৃহবধূ৷ মৃতার নাম

ফাইল ছবি
ফাইল ছবি

সুমিত্রা দেবনাথ (২৮)৷ স্বামী সুমন দেবনাথ৷ বাড়ি বিশ্রামগঞ্জে৷ মঙ্গলবার রাতে শ্বশুর বাড়িতেই এই ঘটনা৷ বুধবার সকালে জি বি হাসপাতলে চিকিৎসারত অবস্থায় গৃহবধূ সুমিত্রার মৃত্যু হয়৷ বর্তমানে স্বামী পলাতক৷ তার বিরুদ্ধে সুমিত্রার বাবার বাড়ির পক্ষ থানায় মামলা দায়ের করা হয়েছে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, দুই বছর আগে নন্দনগরের সুমিরত্রা দেবনাথকে সামাজিক ভাবে বিয়ে করেন বিশ্রামগঞ্জের সুমন দেবনাথ৷ পাত্র পক্ষের দাবী অনুযায়ী বিয়েছে সমস্ত রকম আসবাবপত্র এবং নগদ টাকা দিয়েছিলেন সুমিত্রার বাবা৷ এদিকে, বিয়ের কিছুদিন পর থেকে পণের জন্য সুমিত্রাকে চাপ দিতে থাকে তার স্বামী সুমন ও শ্বশুর বাড়ির লোকজন৷ এর মধ্যে এক সন্তানের জন্ম দেয় সুমিত্রা৷ সে বর্তমানে আট মাসের৷
সুমিত্রার বাপের বাড়ির লোকজনের অভিযোগ মঙ্গলবার রাতে সুমন ও সুমিত্রার মধ্যে ঝগড়া হয়৷ অপমান সহ্য করতে না পেরে সুমিত্রা ঘরে থাকা অ্যাসিজের বোতল থেকে অ্যাসিড খেয়ে নেয়৷ সঙ্গে সঙ্গেই তাকে জি বি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সুমিত্রা মৃত্যুর কোলে ঢলে পড়ে৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়৷ পুলিশ অবশ্য এখনও পর্যন্ত অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করতে পারেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *