নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ নিখোঁজ যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে অমরপুরের সমতল পাড়ায়৷ মৃত যুবকের নাম লক্ষণ পাল৷ মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে আশেপাশের এলাকায়ও রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ সংবাদে প্রকাশ, গত তিনদিন আগে লক্ষণ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়৷ বিভিন্ন স্থানে খোঁজ খবর করেও তাঁর কোন হদিশ পাওয়া যায়নি৷ এই ব্যাপারে নিখোঁজ যুবকের অভিভাবকরা বীরগঞ্জ থানায় একটি মিসিং ডায়েরিও করেছেন৷ পুলিশও তথ্য তল্লাসী করেছে৷ কিন্তু কোন সফলতা আসেনি৷ এদিকে, বুধবার দুপুরে বাড়ি থেকে কিছু দূরে পরিত্যক্ত জঙ্গলে লক্ষণের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান স্থানীয় জনগণ৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় বীরগঞ্জ থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ মৃত যুবকের দেহে অসংখ্য আঘাতের চিহ্ণ রয়েছে৷ পুলিশ একটি হত্যা মামলা নিয়েছে৷ আশঙ্কা করা হয়েছে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকান্ড৷ তবে এখনও পর্যন্ত পুলিশ কাউকেই আটক করতে পারেনি এই হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনের জন্য৷