BRAKING NEWS

চড়িলামে রাস্তার বেহাল অবস্থা বাড়ছে দুর্ঘটনা, ক্ষুব্ধ জনগণ

Charilam Roadনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২০ জুলাই ৷৷  বহুদিন যাবৎ চলছে চড়িলাম জাতীয় সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা৷ চড়িলামের বনকুমারী এলাকা থেকে পরিমল চৌমুহনী এলাকা পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ৷ ফুটপাতে মানুষ চলাচলে ও সাইকেল আরোহিরা প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনায় ভোগছেন৷ এই মিলিয়ে দপ্তরের উদাসীনতা, চরম চুরাবস্থায় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে এই এলাকায়৷ রাস্তা সংস্কারের জন্য খোঁড়াখুড়ি নির্মাণ সামগ্রী রাস্তার  উপর ফেলে রাখা, ফুটপাত হকারদের দখলে থাকা ইত্যাদি কারণে রাস্তাগুলো স্বাভাবিক চলাচলের ক্ষেত্রে বিঘ্ন ঘটাচ্ছে এবং যানজটের সৃষ্টি করছে৷ এলাকায় জাতীয় সড়ক বর্তমান অবস্থা নিয়ে এন এইচ ৪৪ দপ্তরকে জানানো হয়েছে৷ এই নিয়ে দপ্তর কেন হস্তক্ষেপ করছে না৷ এই রাস্তার পাশেই রয়েছে চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সকাল দুপুর ৬০০ থেকে ৭০০ বাস ছাত্র-ছাত্রী পড়াশুনা করতে আসে এই খারাপ রাস্তা  দিয়েই৷ যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা৷ উল্লেখ্য বিগত বেশ কিছু দিন থেকেই ৪৪নং জাতীয় সড়ক খানাখন্দে ভরে উঠেছে৷ ফলে প্রতিদিনই দুর্ঘটনা ঘটেই চলছে৷ চড়িলামে বনকুমারী এলাকায় জাতীয় সড়ক অবারাও মুখ থুবড়ে পড়লো রাজ্যের ড্রেইনগুলো৷ গত তিন চারদিনের বৃষ্টিতে রাস্তার অবস্থা আরও বেগতিক রূপ নিয়েছে৷ কখনো বা বেশি আকার কখনো বা ঝির ঝির বৃষ্টি এতে রাস্তার অবস্থা সংকটজনক৷ এলাকাবাসীদের অভিযোগ জল নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই৷ যার ফলে জল সরছেনা একই জায়গায় দাঁড়িয়ে আছে৷ এরফলে সাধারণ মানুষের চলাফেরা অসুবিধে হচ্ছে৷ এইদিকে স্থানীয় প্রশাসনের তরফ থেকেও জল নিস্কাশনের কোন প্রকার উদ্যোগ নেওয়া হচ্ছেনা বলে এলাকাবাসীদের অভিযোগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *