BRAKING NEWS

মহিলা চা শ্রমিককে হত্যা, চাপে পড়ে মামলা নিল পুলিশ, ধৃত এক

muder photoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমে লুধুয়া চা বাগানে মহিলা শ্রমিককে হত্যার ঘটনায় অবশেষে হত্যা সংক্রান্ত মামলা গ্রহণ করেছে সাব্রুম থানার পুলিশ৷ উল্লেখ্য, বাগানের নাইটগাইর্ড ভোলা রায় এবং তার ভগ্ণীপতি নিতাই দাস গত শুক্রবার সন্ধ্যা রাতে পিটিয়ে গুরুতরভাবে জখম করে৷ তার ছেলে রুবেল দাসকেও মারধর করেছিল তারা৷ আশঙ্কাজনক অবস্থায় বাগানের মহিলা শ্রমিক চঞ্চলা দাসকে সাব্রুম হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ রাতেই মহিলার মৃত্যু হয়৷ আশ্চর্যজনকভাবে সাব্রুম হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহের ময়না তদন্ত না করে অভিযুক্তদের হাতেই মৃতদেহটি তুলে দিয়েছিল৷ অভিযুক্তরা মৃতদেহটি লুধুয়া চা বাগানের জঙ্গলে নিয়ে মাটি চাপা দেওয়ার চেষ্টা করেছিল৷ খবর পেয়ে স্থানীয় লোকজনরা বিষয়টি পুলিশকে জানান৷ চাঞ্চল্যকর এই খবরের ভিত্তিতে পুলিশ ছুটে গিয়ে মৃতদেহটি কবর থেকে তুলে পুনরায় হাসপাতালে নিয়ে আসে৷ ম্যাজিস্ট্রেটের সামনে মৃতদেহের ময়না তদন্ত শেষে মৃতদেহটি মৃতার ছেলে ও রুবেল দাস ও তার আত্মীয়স্বজনদের হাতে তুলে দেন৷ এদিকে, মৃতার ছেলে রুবেল দাসকে মামলা না করার জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করা  হচ্ছিল৷ শেষ পর্যন্ত রুবেল দাস বিষয়টি লিখিতভাবে সাব্রুম থানার পুলিশকে জানায়৷ নিহতের পুত্রের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ শেষ পর্যন্ত হত্যা সংক্রান্ত মামলা গ্রহণ করে৷ অভিযুক্ত ভোলা রায় ও নিতাই দাস গ্রেপ্তারের জন্য পুলিশ উদ্যোগ গ্রহণ করেছে৷ শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *