নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলিকে বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটি৷ মঙ্গলবার ১৯ জুলাই ব্যাঙ্ক জাতীয় করণ দিবস উদযাপন উপলক্ষ্যে রাজধানী আগরতলা শহরে আয়োজিত প্রচার র্যালিতে অংশ নিয়ে এই আহ্বান জানিয়েছেন ইউনিয়নের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার মোদক৷ তিনি বলেন, ১৯৬৯ সালের ১৯ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ব্যাঙ্কগুলিকে জাতীয় করণ করেছিলেন৷ সাধারণ জনগণ যাতে ব্যাঙ্ক পরিষেবার সুযোগ পেতে পারেন সে লক্ষ্যকে সামনে রেখেই তৎকালীন প্রধানমন্ত্রী এই মহতি উদ্যোগ গ্রহণ করেছিলেন৷ এই উদ্যোগের ফলে দেশের অর্থনৈতিক অবস্থার দারুণ উন্নতি হয়েছে৷ কৃষি ও শিল্প ক্ষেত্রে উন্নয়ন এবং পরিকাঠামো উন্নয়নে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে৷ বর্তমান কেন্দ্রীয় সরকার জাতীয় ব্যাঙ্কগুলোকে বেসরকারি করণের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে ইউনিয়নের নেতৃবৃন্দ গুরুতর অভিযোগ এনেছেন৷ জাতীয় ব্যাঙ্কগুলোকে বেসরকারী করণের জন্য কেন্দ্রীয় সরকার বিল পাশ করিয়েছে৷ এই বিলের সাহায্যে ব্যাঙ্কগুলোকে মার্জার বা একত্রিত করণের উদ্যোগ নেওয়া হচ্ছে৷ এই উদ্যোগ সফল হলে বেসরকারিকরণের পথ আরো একধাপ এগিয়ে যাবে৷ আগামীদিনে সবকটি জাতীয় ব্যাঙ্ককে চার-পাঁচটি ব্যাঙ্কে একত্রিত করার চেষ্টা হবে৷ সংগঠনের নেতা স্বপনকুমার মোদক আরো বলেন, এই উদ্যোগের মধ্য দিয়ে ৪৮ শতাংশ শেয়ার সরকারের হাতে রেখে ৫২ শতাংশ শেয়ার বেসরকারি উদ্যোগীদের হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে৷ তাতে, বিদেশি পঁুজিপতিরা ব্যাঙ্ক শিল্প পরিচালনা করার সুযোগ পেয়ে যাবে৷ স্বভাবতই বিদেশি পঁুজিপতিরা ব্যাঙ্ক পরিচালনা করলে ১৯৬৯ সালে ব্যাঙ্ককে জাতীয়করণের আসল উদ্দেশ্যই ব্যাহত হবে৷ সে কারণেই দেশ ও দেশবাসীর স্বার্থে ব্যাঙ্ককে জাতীয়করণের উদ্যোগের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে সামিল হওয়ার জন্য ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন দাবি জানিয়েছে৷ মঙ্গলবার রাজ্যের সর্বত্রই ব্যাঙ্ক জাতীয়করণ দিবসটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে৷