নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই ৷৷ ডাইরেক্টরেট অব ট্রেজারিতে বিভিন্ন পদে ৪২ জন নিয়োগের সিদ্ধান্ত আজকের মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে৷ এই ৪২টি পদে সরাসরি নিয়োগ করা হবে৷ এরমধ্যে সিস্টেম ইঞ্জিনীয়ার ১ জন, অ্যাসিস্টেনট সিস্টেম ইঞ্জিনীয়ার ১জন, জুনিয়র সিস্টেম ইঞ্জিনীয়ার ২জন, সিস্টেম অ্যানালিস্ট ৪জন, প্রোগ্রামার ৮ জন, রিসার্চ অফিসার ৪জন, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্টেন্ড ৬ জন, টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট ৮ জন এবং পিওন পদে ৮ ন নেওয়া হবে৷ এছাড়াও আজকের মন্ত্রিসভার বৈঠকে খাদ্য দপ্তরে ১২৮ টি পদে লোক নিয়োগের সিদ্ধান্ত হয়৷ এরমধ্যে অ্যাকাউন্টেন্ট ১০ জন, ইউ ডি সি ১৫ জন, এল ডি সি ২৮ জন, ইনস্পেক্টর ১৫জন, জুনিয়র স্টোরকীপার ৩০ জন, সিনিয়র স্টোর গার্ড পদে ৩০ জন নিয়োগ করা হবে৷ মন্ত্রিসভার বৈঠকের পর মহাকরণে সাংবাদিকদের এই তথ্য জানান তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা৷