BRAKING NEWS

জুয়ার বিরুদ্ধে পুলিশী অভিযান জারি, ধৃত আরও তিন জুয়ারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ গোপন খবরের ভিত্তিতে কল্যাণপুর থানার পুলিশ থানা এলাকার উত্তর মহারাণীপুর gamblingবাজারে অভিযান চালিয়ে তিন জুয়ারি, জুয়ার বোর্ড সমেত গ্রেপ্তার করে প্রসেনজিৎ দেববর্মা, যুদ্ধ দেববর্মা এবং সঞ্জিত দেববর্মাকে৷ এদিকে সকালে তিন জুয়ারিকে খোয়াই আদালতে পাঠানো হয়৷ দীর্ঘদিন যাবৎ ধরে জুয়ার ব্যবসা রমরমিয়ে বাড়ছিল৷ অবশেষে অভিযান চালায় পুলিশ৷ নেতৃত্ব দেন এসআই রথীন্দ্র দেববর্মা৷ পুলিশ যখন অভিযান চালায় তখন এলাকার মানুষ বাধা দেন৷ এক প্রকার পুলিশের সাথে ধস্তাধস্তি হয়৷ গোটা কল্যাণপুর থানা এলাকায় তীর জুয়ার ব্যবসাও বাড়ছে৷ পাল্লা দিয়ে বাড়ছে দেশি মদের ব্যবসা৷ তাদের কাছ থেকে নগদ অর্থও পায়৷ সর্বনাশা জুয়ার লোভে পরে সর্বস্বান্ত হচ্ছেন এক শ্রেণীর মানুষ৷
এদিকে, রাজধানী আগরতলা শহরের বিভিন্ন স্থানে জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে৷ প্রতিটি মহকুমা পুলিশ আধিকারীকদের নির্দেশ দেওয়া হয়েছে জুয়ার বিরুদ্ধে অভিযান জোরদার করার জন্য৷ জানা গিয়েছে, থানাস্তরে একটি কমিটি গঠন করা হয়েছে পুলিশের৷ যারা এই নেশা ও জুয়ার বিরুদ্ধে লাগাতর অভিযান চালাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *