BRAKING NEWS

কুর্তিতে অগ্ণিদগ্দ হয়ে গাড়ি চালকের মৃত্যু

FIRE VICTIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ উত্তর ত্রিপুরা জেলার কদমতলার কুর্তি এলাকায় অগ্ণিদগ্দ হয়ে এক গাড়ি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এটি আত্মহত্যা না পরিকল্পিত খুন তা নিয়ে নানা প্রশ্ণ উঠতে শুরু করে৷ পেশায় গাড়ির চালক আজির উদ্দিন অন্যান্যদিনের মত রবিবার রাতেও বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া সেরে নেয়৷ স্ত্রীর সঙ্গে প্রায়ই বাকবিতন্ডা হত৷ রবিবার রাতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে৷ বাকবিতন্ডার পরই আজির উদ্দিন গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে পারিবারিক সূত্রের খবর৷ এবিষয়ে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা গ্রহণ করে প্রাথমিক তদন্ত শুরু করেছে৷ পুলিশ সূত্রের খবর, কদমতলা থানাধীন কুর্তি পঞ্চায়েতের মধ্যরাজনগরের ৪নং ওয়ার্ডের বাসিন্দা আজির উদ্দিন(৪৫) পেশায় ডি আই গাড়ি চালক৷ আজির প্রতিদিনের মতো গতকাল রাতেও গাড়ি চালিয়ে বাড়ি ফিরে৷ তারপর যথারীতি রাতের খাবারের পর হঠাৎ স্ত্রীর সঙ্গে  ঝগড়ায় জড়িয়ে পড়ে৷ ঝগড়া এক সময় মাত্রাতিরিক্ত হওয়ায় আজির নিজেই গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়৷ তখন প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন৷ ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় আজিরের দেহ৷ তার বর্তমানে স্ত্রী সহ চার সন্তান বর্তমান৷ এদিকে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য কদমতলা গ্রামীণ হাসপাতালে রয়েছে৷ অন্যদিকে সত্যিকারের আত্মহত্যা না হত্যা তা নিয়ে পুলিশ ধন্দ্বে রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *