সাব্রুমে পাম্পে পেট্রোল না পেয়ে পথ অবরোধ করলেন ক্ষুব্ধ জনগণ

ppetrolনিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১৬ জুলাই ৷৷ পেট্রোল ও ডিজেল এর জন্য সাব্রুম – আগরতলা জাতীয় সড়ক তিন ঘন্টা অবরোধ করলো গ্রাহকরা৷ সাব্রুমের দমদমাতে জাতীয় সড়কের পাশে এই বিওসি৷ গতকাল এই বিওসি-তে পেট্রোল এসেছিল৷ সকাল থেকে বাইকে ১০০ টাকা অটু ও মারতিতে ২০০ টাকা করে সন্ধ্যা পর্যন্ত তেল দেয় বিওসি কর্তৃপক্ষ৷ সন্ধ্যায় পরে বিভিন্ন গ্রাহক দের তেল দেওয়া বন্ধ করে দিয়ে বিওসি কর্তৃপক্ষ বলে, কাল সকাল থেকে তেল দেবে বলে তাদেরকে জানিয়ে দেন৷ এর জন্য আজ সকাল থেকে বৃষ্টিতে ভিজে দীর্ঘ লাইন ধরেন গ্রাহকরা৷ সকাল ৭ টার সময় বিওসি এক কর্মী বলেছেন তেল নেই তেল দেওয়া হবে না৷ এই কথা শুনতে পেয়ে গ্রাহকরা বিক্ষোপ্ত হয়ে তিন ঘন্টার মত বিওসি পাশে সাব্রুম আগরতলা জাতীয় সড়ক আটক করে রাখেন৷ তিন ঘন্টা জাতীয় সড়ক সকাল থেকে অবরোধ করার পরও সাব্রুম মহকুমার প্রশাসনের পক্ষ থেকে কাউকে দেখা যায় নি৷ গ্রাহকদের অভিযোগ পেট্রোলিয়াম এজেন্সির বিওসি মালিক এই বিওসি থেকে চোরা ব্যাবসাকারীদের পেট্রোল ও ডিজেল ব্যবসায়ীদের কাছে বাঁকা পথে বিক্রি করছে বিওসি কর্তৃপক্ষ৷ দীর্ঘ অনেক বছর ধরে এই বিওসিতে প্রতি দিন বড় গাড়ীর চালক, অটোরিক্সা, দ্বীচক্র বাইক, সুকটার বিওসিতে পেট্রোল ও ডিজেল কিনতে গেলে কর্তৃপক্ষ পেট্রোল ডিজেল নেই বলে পোষ্টার লাগিয়ে দেয়৷ এই বিষয় নিয়ে ছোট গাড়ী, বড়গাড়ী, বাইক, সুকটার চালকদের মধ্যে ভোক্ষ সৃষ্টি হয়৷ মহকুমারের প্রশাসন সব জেনে শুনেও চুপ থাকে৷