নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷ গাবর্দি বাজার সংলগ্ণ এলাকায় বিনা অনুমতিতে ওএনজিসি’র সংরক্ষিত এলাকা থেকে ট্রিপার বোঝাই করে মাটি নেওয়ার সময় ওএনজিসি’র মূল্যবান পাইপ ফাটিয়ে দিয়েছে মাটি বোঝাই ট্রিপার৷ খবর পেয়ে ওএনজিসি’র এসেট ম্যানেজার সহ অন্যান্য ছুটে যান৷ সেখান থেকে তিনটি ট্রিপার আটক করা হয়েছে৷ চালক সহ ট্রিপারগুলি আমতলি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ পুলিশ তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে৷
2016-07-17

