BRAKING NEWS

ৱিজেন্দ্র সিংহকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ জুলাই (হি.স.) : এশিয়া প্যাসিফিক সুপার মিডলওয়েট খেতাৱ জয়ে ৱক্সার ৱিজেন্দ্র সিংহকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি প্রণৱ মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শনিৱার রাতে পেশাদার হিসেৱে দেশের মাটিতে প্রথম লড়াইয়ে নেমেছিলেন ৱিজেন্দ্র| অস্ট্রেলিয়ার কেরি হোপকে পরাস্ত করেন ভারতের এই পেশাদার ৱক্সার|
এই অসাধারণ জয়ের জন্য ৱিজেন্দ্রকে অভিনন্দন জানিয়ে টু্যইট করেছেন রাষ্ট্রপতি| তিনি লিখেছেন, সারা দেশকে গর্ৱিত করেছেন ৱিজেন্দ্র| তাঁকে আন্তরিক অভিনন্দন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *