নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ খোয়াইয়ের বাইজাল বাড়ি এলাকা থেকে এক ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তার নাম স্বদেশ দেববর্মা৷ তিনি ডি ডব্লিউএস দপ্তরে কর্মরত৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
খোয়াইয়ের আঠাই বাড়ি এলাকার স্বদেশ দেববর্মা নামে এক ব্যক্তিকে বাইজালবাড়ি রাস্তার পাশ থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তিনি ডিডব্লিউএস দপ্তরে কর্মরত৷ শুক্রবার বাইক নিয়ে অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন স্বদেশ দেববর্মা৷ বাইজাল বাড়ি এলাকায় তাকে আটক করে মারধর করে অচৈতন্য অবস্থায় ফেলে যায় কে বা কারা৷ তার কাছ থেকে ৭ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে৷ ঘটনার পর কে বা কারা তার বাড়িতে খবর দেয় স্বদেশ দেববর্মা দুর্ঘটনার আহত হয়ে বাইজাল বাড়িতে রাস্তার পাশে পড়ে রয়েছে৷ এরপরই বাড়ির লোকজনরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷
এব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এখনো পর্যন্ত এব্যাপারে কাউকে আটক করা যায়নি৷ ঘটনার আসল রহস্য উদ্ঘাটনে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ এদিকে সূত্রে জানা গিয়েছে, কিছু অজ্ঞাত পরিচয় দুসৃকতি দা ও লাঠি নিয়ে রাস্তায় স্বদেশবাবুকে আটক করে মারধর করে৷ তাঁর কাছ থেকে নগদ সাত হাজার টাকা ছিনতাই করে নিয়েছে৷
2016-07-16