নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের বিরুদ্ধে অরজকতা সৃষ্টির অভিযোগ তুলল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টস ফেডারেশন৷ সংগঠনের তরফে অভিযোগ করা হয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ অনৈতিকভাবে ছাত্রদের উপর নানা ধরনের মানসিক নির্যাতন চালচ্ছে৷ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনকারীদের উপর দমন পীড়ন চালানো হচ্ছে৷ এই দমন পীড়নের প্রতিবাদে এই ছাত্র সংগঠনটির পক্ষ থেকে বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ধর্ণা দেওয়া হয়েছে৷
আন্দোলকারী ছাত্রদের নেতা কৌশিক দাস জানিয়েছেন, গ্রীষ্মের ছুটির সময় হোস্টেল সুপার রাজেশ চ্যাটার্জী ঘোষণা দিয়েছিলেন ছাত্রদের হোস্টেল ছেড়ে দেওয়ার জন্য৷ এমনকি হোস্টেলের মেসও বন্ধ করে দেন৷ এরই প্রতিবাদে ছাত্র সংগঠনটি বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেছিল৷ এই ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ছয় ছাত্র কৌশিক রায়, বিজয় দাস, প্রিয়জিৎ দাস, শান্তনু শর্মা, রাজু দে সহ আরও একজনকে হোস্টেল থেকে বেড় করে দেয়৷ শুধু তাই নানাভাবে ভয় ভীতি প্রদর্শন করা হয় এবং মিথ্যা মামলা করা হয় তাদের বিরুদ্ধে৷ এই ঘটনার প্রতিবাদে বুধবার তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গণধর্ণা প্রদর্শন করেন৷ তাদের অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানা ধরনের অনৈতিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীদের সাথে৷ এরই প্রতিবাদে ছাত্র সংগঠনটি আন্দোলন করছে৷ আর তাদের এই আন্দোলন প্রতিহত করার চক্রান্ত হচ্ছে৷