BRAKING NEWS

করিমগঞ্জে ভাড়া বাড়িতে গ্রেপ্তার পান্না আহমেদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন ধর্ষণ মামলায় অভিযুক্ত সাসপেন্ডেড টিসিএস

পান্না আহমেদ৷
পান্না আহমেদ৷

অফিসার পান্না আহমেদ৷ ত্রিপুরা পুলিশ এবং আসাম পুলিশ যৌথ অভিযান চালিয়ে করিমগঞ্জ থেকে তাঁকে আটক করে৷ ঐ অভিযানে চুড়াইবাড়ি থানার পুলিশ এবং করিমগঞ্জ সদর থানার পুলিশ আধিকারীকরা ছিলেন৷ এই বিষয়ে পশ্চিম ত্রিপুরা জোলর পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি জানিয়েছেন, মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ করিমগঞ্জ বাজার সংলগ্ণ এলাকার বাসিন্দা শেফালী দেব’র বাড়ি থেকে তাঁকে আটক করা হয়েছে৷ ঐ বাড়িতে পান্না আহমেদ ভাড়াটিয়া হিসাবে ছিলেন৷
এদিন পান্না আহমেদের গ্রেপ্তারীতে অতি উৎসাহী পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার বারকয়েক নিজেদের পিঠ নিজেরাই চাপড়িয়েছেন৷ তিনি জোর গলায় বলেন, মহিলাদের উপর নির্যাতন সংক্রান্ত বিষয়ে ত্রিপুরা পুলিশ খুবই গুরুত্ব সহকারে কাজ করে থাকে৷ পান্না আহমেদের বিরুদ্ধে গত মাসের ২৭ তারিখে পশ্চিম আগরতলা মহিলা থানায় ধর্ষণের মামলা দায়ের হয়৷ এরপর থেকে পান্না আহমেদ পলাতক ছিলেন৷ তাতে ত্রিপুরা পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারছে না বলে নানাভাবে কালিমা লিপ্ত হয়েছে ত্রিপুরা পুলিশ প্রশাসন৷ এদিন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার দাবি করে বলেন, হাইপ্রোফাইল এই মামলায় পুলিশ খুবই সতর্কতার সাথে পা বাড়িয়েছে৷ পাঁচদিন আগে গোপন সূত্রে খবর মিলেছিলেন পান্না আহমেদ আসামের করিমগঞ্জ কিংবা নিলামবাজার এলাকায় অবস্থান করছেন৷ এরই ভিত্তিতে মঙ্গলবার সকালে ত্রিপুরা পুলিশ এবং করিমগঞ্জ জেলার পুলিশ আধিকারীকরা অভিযান চালিয়ে তাঁকে আটক করে৷ বর্তমানে পান্না আহমেদ করিমগঞ্জ থানায় রয়েছে৷ পুলিশ সূত্রে খবর তাঁকে মঙ্গলবার রাতের মধ্যেই ত্রিপুরায় নিয়ে আসা হবে৷ ত্রিপুরায় আনার পর চুড়াইবাড়ী থানা থেকে রাতেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আগরতলার উদ্দেশ্যে নিয়ে আসা

পান্না আহমেদ গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি৷ ছবি নিজস্ব৷
পান্না আহমেদ গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি৷ ছবি নিজস্ব৷

হচ্ছে৷ বুধবার ভোরে আগ্রতলায় পৌঁছবে৷ পুশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার জানিয়েছেন বুধবারই পান্না আহমেদকে আদালতে তোলা হবে৷ পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, পান্না আহমেদকে পালাতে যারা সহায়তা করেছেন তাদের বিরুদ্ধেও আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে৷
উল্লেখ্য, ২৭ জুন সকালে ভাড়া বাড়ী বিষয়ে আলোচনা করার জন্য পূর্ব পরিচিত এক মহিলা পান্না আহমেদের রামনগরস্থিত বাড়িতে যান৷ অভিযোগ, নির্জনতার সুযোগে পান্না আহমেদ ঐ মহিলাকে ধর্ষণ করেছেন৷ এই ঘটনায় পশ্চিম আগরতলা মহিলা থানায় পান্না আহমেদের বিরুদ্ধে ধর্ষণ সংক্রান্ত মামলা দায়ের করা হয়৷ টিসিএস অফিসার তথা সোনামুড়ার প্রাক্তন মহকুমা শাসক ধর্ষণ মামলায় অভিযুক্ত হওয়ায় অনেকটাই চাপে ছিল রাজ্য সরকার৷ ফলে তাঁকে সাময়িক বরখাস্ত করারও সিদ্ধান্ত নেয় রাজ্য প্রশাসন৷ তবে, থানায় মামলা হওয়ার পর থেকেই পান্না আহমেদ পলাতক ছিলেন৷ তাঁকে গ্রেপ্তারের দাবীতে বিভিন্ন রাজনৈতিক দল ময়দানে নামে৷ এই কান্ডে বিজেপি রাজ্য কমিটির সদস্যদের পশ্চিম আগরতলা মহিলা থানায় পুলিশের সাথে ধস্তাধস্তিও হয়৷ এছাড়া এনএসইউআই এবং যুব কংগ্রেস পান্না আহমেদের গ্রেপ্তারের দাবীতে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ধর্ণা প্রদর্শন করে৷ বাকি ছিল না তৃণমূল কংগ্রেসও৷ ঘটনার পরপরই সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের যুব ব্রিগেড পশ্চিম আগরতলা মহিলা থানায় বিক্ষোভ প্রদর্শন করে৷ এসডিপিওকে ডেপুটেশনও দিয়েছে৷ অবশেষে পান্না আহমেদকে গ্রেপ্তার করতে সক্ষম হওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রাজ্য পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *