চিরাং (অসম), ১২ জুলাই, (হি.স.) : চিরাং জেলায় নিজের পত্নীকে খুন করে পুলিশের হাতে গ্রেফতার এক ব্যক্তি। ঘটনা জেলার বিজনির ২ নম্বর সতিয়াগুড়িতে ঘটেছে, আজ সকালে। খুনি পতির স্বীকারোক্তির উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, পারিবারিক বিবাদের জেরেই জনৈক উত্তম মল্লিক তার পত্নী গোলাপীকে খুন করেছে। নানা কারণে তাদের দুজনের মধ্যে গত কয়েকদিন ধরে ঝগড়া-বিবাদ প্রায় লেগেই থাকত। এই বিবাদ চরমে উঠলে রাগে অগ্নিশর্মা হয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সে তার পত্নী গোলাপী মল্লিককে খুন করেছে, নিজে তার স্বীকারোক্তিতে জানিয়েছ উত্তম।
2016-07-12

