শহরে ফের অস্বাভাবিক মৃত্যু, রহস্য উদ্ঘাটনে ব্যর্থ পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ রাধানগরে বেকারী ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুর রহস্য নিয়ে যখন পুলিশ অন্ধকারে হাতরাচ্ছে তখনই আরও এক যুবকের আস্বাভাবিক মৃত্যু হল৷ গতকাল মধ্যরাতে কের চৌমুহনী এলাকায় রাস্তার পাশ থেকে অচৈতন্য অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে রামনগর আউট পোস্টের টহলরত পুলিশ৷ তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করা হলে রবিবার সকালে তার মৃত্যু হয়৷ রাজধানী আগরতলা শহরের কের চৌমুহনী এলাকার রাস্তার পাশ থেকে গত মধ্যরাতে পুলিশ এক যুবককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ রবিবার সকালে মৃত্যুর কোলে ঢলে  পড়ে অজ্ঞাত পরিচয় ওই যুবক৷ তার নাম ঠিকানা কিছুই জানা যায়নি৷ মৃতদেহটি জিবি হাসাপাতল মর্গে রাখা হয়েছে৷ ওই যুবক পথ দুর্ঘটনায় জখম হয়েছে কিনা তা নিয়েও নিশ্চিত হতে পারছে না পুলিশ৷ প্রসঙ্গত, শনিবার সাত সকালে রাধানগর এলাকায় একটি ড্রেনের মধ্যে গৌর দে নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়৷ মৃতব্যক্তির দেহে আঘাতের চিহ্ণ পাওয়া গিয়েছে৷ একটি আস্বাভাবিক মৃত্যুর মামাল নিয়েছে পুলিশ৷ এই ঘটনার তদন্ত শুরু হলেও পুলিশ ব্যর্থ হয়েছে গৌর দে’র মৃত্যু রহস্য উদ্ঘাটনে৷ এদিকে কের চৌমুহনীতে আরও এক অজ্ঞাত পরিচয় যুবককে অর্ধমৃত অবস্থায় উদ্বার এবং পরে হাসপতালে মৃত্যুর রহস্যও উদ্ঘাটন করতে পারেনি পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *