নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ রাজ্যে পেট্রোলের কৃত্রিম সংকট অব্যাহত রয়েছে৷ এদিকে কালোবাজারী রুখতে পশ্চিম জেলা প্রশাসনের তরফে কঠোর পদক্ষেপ নেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা মূলত কোন কাজে আসছে না৷ ব্যাপক ভাবে পেট্রোলের কালোবাজারী চলছে বলে অভিযোগ৷ পাম্প থেকে পেট্রোল খোলাবাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে৷ বেশ কিছু যানচালক এই কাজ করছে বলে জানা গিয়েছে৷ রাজধানী আগরতলা শহরের যখন যে পাম্পে পেট্রোল ট্যাঙ্কার ঢুকছে সঙ্গে সঙ্গেই ঐসব যান চালকরা পাম্পে লাইন দিয়ে পেট্রোল সংগ্রহ করছেন৷ আর এই পেট্রোল খোলা বাজারে বিক্রি করে দিচ্ছে৷ অতিরিক্ত পরিমাণে পেট্রোল পাম্প থেকে ক্রয় করে নিয়ে খোলাবাজারে বিক্রি করা হলেও প্রশাসনের তরফ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছেনা বলে অভিযোগ৷ শনিবার পশ্চিম জেলার জেলা শাসক এবং পুলিশ সুপার কালোবাজারী রুখতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের কঠোর হতে নির্দেশ দিলেও রবিবার শহরের পাম্পে ব্যাপকহারে পেট্রোল কালোবাজারী হয়েছে বলে জানা গিয়েছে৷ অভিযোগ উঠেছে পাম্প কর্তৃপক্ষও এই কালোবাজারীর সাথে জড়িত রয়েছে৷ এদিন, বিকালে শহরের গণ- রাজচৌমুহনীস্থিত পাম্পে পেট্রোল দেওয়া হয়েছে৷ সেখানে নজরে এসেছে দীর্ঘ লাইন৷ অন্যদিকে মোটরস্ট্যান্ড পাম্পে পেট্রোল না পেয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ভোক্তারা৷ ক্ষুব্ধ ভোক্তারা সেখানে পথ অবরোধও করেন বলে জানা গিয়েছে৷ প্রতিদিন প্রায় ২০-২৫টি পেট্রোল ট্যাঙ্কার রাজ্যে আসছে৷ তারপরও সংকট মোচন হচ্ছেনা৷ মহকুমা শহরগুলিতেও একই অবস্থা৷ এদিকে, দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার জয়গুরু পেট্রোল পাম্পের সামনে রবিবার জাতীয় সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ যানচালকরা৷ অভিযোগ, পেট্রোল পাম্পের মালিক গতকাল বলেছেন রবিবার সকালে ট্যাঙ্কার এসে পৌঁছবে৷ সে অনুযায়ী রাত থেকেই পেট্রোলের জন্য লাইনে অপেক্ষা করতে থাকেন যান চালক ও দ্বিচক্র যান চালকরা৷ পেট্রোল না থাকায় ক্ষুব্ধ হতে তারা জাতীয় সড়ক অবরোধ করেন৷