BRAKING NEWS

গাড়ি থেকে ডিজেল চুরি, প্রতিবেশী যুবককে গণধোলাই

বিশেষ প্রতিনিধি, অমরপুর, ১০ জুলাই৷৷ ডিজেল চুরির অপরাধে এক যুবককে  উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দেয় এলাকাবাসী৷ ঘটনা অমরপুর নগর পঞ্চায়েতের ৯নং ওয়ার্ডের কাঠাল বাগান এলাকায়৷ ধৃত ঐ যুবকের নাম দেবজিৎ ঘোষ৷  বাবা মৃত নির্মল ঘোষ৷ ঘটনার বিবরণে জানা যায়,  ঐ এলাকারই বাসিন্দা ছোটন সাহা প্রত্যেক দিনের মতো শনিবার সারাদিন গাড়ির কাজকর্ম সেরে রাতে ওনার টি আর০১-৪০৫২ নম্বরের যাত্রীবাহী কমান্ডার গাড়িটি বাড়ির সামনে রেখে ঘুমতে চলে যায় পরদিন অর্থাৎ রবিবার সকালে ঘুম থেকে উঠে প্রত্যেকদিনের মতো রোজগারের উদ্দেশ্যে গাড়িটি নিয়ে বের হতে গিয়ে দেখেন যে গাড়িটির চারপাশে তেল ছড়িয়ে ছিটিয়ে আছে তখন গাড়ির মালিক ছোটনবাবু তেলের ট্যাঙ্কে হাতে দিয়ে দেখে ট্যাঙ্কে আর এক ফুটও তেল নেই৷ তখন ওনার বাড়ির পাশের দুই একজনকে ডেকে এনে দেখায় ওই বিষয়টি তখন এলাকাবাসী সরাসরি বলে দেন ওই এলাকারই কুখ্যাত চোর হিসাবে পরিচিত দেবজিৎ ঘোষের কথা৷ প্রথমে এলাকাবাসী সকলে মিলে ওই কুখ্যাত চোর দেবজিৎকে জিজ্ঞাসা করলে পুরো ঘটনাটি অস্বীকার করে পরে বাধ্য হয়ে এলাকাবাসী দেবজিৎকে উত্তম মধ্যম দিতে শুরু করলে দেবজিৎ সব স্বীকার করে নেয় এবং আরো কিছু উত্তম মধ্যম দিয়ে দেবজিৎকে ছেড়ে দেয় এলাকাবাসী৷ কিন্তু প্রশ্ণ উঠছে পুলিশের ভূমিকা নিয়েও৷ অমরপুর মহকুমাতে বেশ কয়েকদিন যাবৎ চুরির ঘটনা ঘটলেও অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ বাবুরা কোন কার্যকরী ভূমিকা পালন করছে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *