নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ আবারও আইজিএম হাসপাতালে মহিলার শ্লীলতাহানির ঘটনা৷ হাসপাতালেরসাফাই কর্মীকে মারধরের অভিযোগ উঠল বেসরকারি এক নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে৷ ঘটনা রবিবার৷ অভিযুক্ত অনিমেষ মজুমদারের নামে পুলিশে অভিযোগ জানানো হলেও গ্রেপ্তারের কোন খবর নেই৷ ২দিন আগে এক রোগীনির আত্মীয়কে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছিল৷ এনিয়ে ধুন্ধুমার কান্ড ঘটে যায় হাসপাতালে৷ নির্যাতিতার অভিযোগে গণধোলাইয়ের শিকার হতে হয় এক যুবককে৷ এবার এক সাফাই কর্মী শ্লীলতাহানির শিকার হল আইজিএম হাসপাতালে৷ ঘটনা রবিবার সকালে৷ অভিযোগ উঠে বিশাল সিকিউরিটি সার্ভিস নামে এক বেসরকারি নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে৷ অভিযুক্তের নাম অনিমেষ মজুমদার৷ ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সকালে সাফাইকর্মীরা তাদের কাজে যোগ দিয়ে নিয়মিত সাফাই কাজ শুরু করেন৷ এনিয়ে অনিমেষ মজুমদারের সাথে কথা কাটাকাটি হয়৷ এরপরই অনিমেষ দুজনকে মারধর করে বলে অভিযোগ৷ প্রতিবাদে সাফাই কর্মীরা কর্ম বিরতিতে সামিল হন৷ এক সময় বিক্ষোভ দেখান৷ বিষয়টি জানানো হয় হাসপাতালের সুপার এবং পুলিশে৷ নামধাম জানিয়ে অভিযোগও জানানো হয়৷ কিন্তু তার বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি৷ এদিকে, আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ মহিলাদের আরো অভিযোগ প্রায়সই সে তাদের নানাভাবে বিরক্ত করত৷ তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কর্মীদের আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন৷ তবে পর পর দ্বিতীয় বার মহিলা নির্যাতিতা হওয়ার ঘটনায় হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ণ দেখা দিয়েছে৷