পাটনা, ১০ জুলাই (হি.স): বিহারে কেন্দ্রীয় মন্ত্রী কনভয়ের একটি গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কায় নিহত আরোহী । রবিবার পাটনা জেলার দেবদহন গ্রামে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী রাম কৃপাল যাদবের কনভয়ের একটি গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কা ঘটনা আহত ছয়জন । মৃত যুবকের নাম রাহুল কুমার। ঘটনাস্থলেই মারা যায় সে।
এদিন মন্ত্রী রাম কৃপাল যাদবের পাটনা যাওয়ার পথে নিরাপত্তা রক্ষীদের জিপে ধাক্কা মারে বাইকটি। যুবকটি ওই সময় বীর গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন। জিপটিতে থাকা ছয় নিরপত্তারক্ষীও ওই ঘটনায় আহত হয়েছেন। তাঁদের নালন্দা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মন্ত্রী রাম কৃপাল যাদব বলেন, এই ঘটনাটি দুর্ভাগ্যজনক।-