BRAKING NEWS

অরুণাচলের রাজ্যপাল পদে শপথ তথাগত রায়ের

ইটানগর (অরুণাচল প্রদেশ), ১০ জুলাই, (হি.স.) : অরুণাচল প্রদেশের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। অরুণাচলের রাজ্যপাল জ্যোতিপ্রসাদ রাজখোয়া দীর্ঘ ছুটিতে। তাঁর শারীরিক অবস্থা ভালো নয়। তাই রাজ্যের সাংবিধানিক প্রধানের চেয়ারে অতিরিক্ত দায়িত্ব দিয়ে তথাগত রায়কে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আজ রবিবার দুপুরে রাজভবনের দরবার হল-এ পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন গুয়াহাটি উচ্চ আদালতের প্রধন বিচারপতি ন্যায়াধীশ অজিত সিং। ত্রিপুরার আগরতলা থেকে গুয়াহাটি হয়ে আজ সকালেই গুয়াহাটি-নাহরলগুন ইন্টারসিটি এক্সপ্রেসে তিনি এসে পৌঁছেন। রেলস্টেশনে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী কারিকো পুল-সহ সরকারি শীর্ষ আধিকারিকরা।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *