নতুন দিল্লি, ০৯ জুলাই, (হি.স.) : বাংলাদেশে আইসিস ও জেএমবি কর্তৃক চলমান নাশকতার প্রভাব অসমেও পড়তে পারে বলে মনে করে তাঁর আশঙ্কার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল| রাজনাথকে তিনি জানান, বাংলাদেশে আইসিস-এর উত্থানে অসমও শঙ্কিত| তাই এব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিতে কেন্দ্রের সরাসরি হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী| প্রতিবেশী দেশের পর অসমই ষে সন্ত্রাসবাদীদের টার্গেট হতে পারে সে আশঙ্কাও তিনি ব্যক্ত করেছেন| এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি অধ্যয়ন করতে জনৈক বিশেষ ব্যক্তির হাতে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে| ব্যাখ্যা করে বলেছেন, এই বিশেষ ব্যক্তিটি বাংলাদেশের বুদ্ধিজীবী, চিন্তাবিদেরর সঙ্গে সম্পর্ক স্থাপন করে গোটা বিষয় সম্পর্কে রাজ্য সরকারকে তথ্য দেবেন| এসম্পর্কে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গেও যোগাযোগ রেখে চলেছে| তাছাড়া, অসমের চর এলাকায় পুলিশের গোয়েন্দাদেরও সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে|