BRAKING NEWS

একাধিক কর্মসূচি নিয়ে ডারবান পৌঁছলেন প্রধানমন্ত্রী

ডারবান, ৯ জুলাই (হি.স.) : একাধিক কর্মসূচি নিয়ে ডারবান পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চার দিনের আফ্রিকা সফরে শুক্রবার রাতে জোহানেসবার্গ থেকে ডারবান পৌঁছলেন প্রধানমন্ত্রী । শনিবার ডারবানে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। মহাত্মা গান্ধীর বর্ণবিদ্বেষমূলক আচরণের শিকার হওয়ার ঘটনা স্মরণে রেখেই আজ পিটেরমার্টিজ়বার্গে ট্রেনে চড়বেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, ১৮৯৩ সালে ওই পিটেরমার্টিজ়বার্গ স্টেশনে বর্ণবিদ্বেষমূলক ঘটনার শিকার হতে হয়েছিল মহাত্মা গান্ধীকে। গায়ের রং কালো হওয়ায় তাঁকে কমপার্টমেন্টের বাইরে বের করে দিয়েছিল বর্ণবিদ্বেষীরা। সেকথা স্মরণে রেখেই আজ সেখানে ট্রেনে চড়বেন প্রধানমন্ত্রী। এরপর তিনি পরিদর্শন করবেন গান্ধীজির ফিনিক্স সেটেলমেন্ট। এছাড়া অ্যালুমনি নেটওয়ার্কের একটি বৈঠকে যোগ দেওয়ার কথা তাঁর। এরপর দক্ষিণ আফ্রিকার হাইকমিশন ও ডারবানের মেয়রের তরফে সংবর্ধনা জানানো হবে তাঁকে। আজ সন্ধেয় তানজানিয়ার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।
ডারবানে আসার আগে গতকাল প্রিটোরিয়াতে ছিলেন প্রধানমন্ত্রী। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জেকব জুমার সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে দক্ষিণ আফ্রিকার সঙ্গে চারটি চুক্তিতে সই করে ভারত।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *