নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ বাইপাস রোডে কাঠিয়াবাবা আশ্রম সংলগ্ণ এলাকায় রবিবার এক নাবালিকা ধর্ষিতা হয়েছে৷ ঐ এলাকার হর্টিকালচার দপ্তরের নার্সারিতে নাবালিকাটিকে এক যুবক ধর্ষণ করে বলে অভিযোগ৷ নাবালিকাটি হর্টি কালচার দপ্তরের নার্সারিতে গরু খঁুজতে গিয়েছিলেন৷ তখনই নাবালিকাটিকে ধর্ষণ করে ঐ যুবক৷ অভিযুক্ত যুবকের নাম শঙ্কু ঋষি দাস৷ নাবালিকাটি বাড়িতে ফিরে এসে বিষয়টি তার মা-বাবাকে জানায়৷ পরিবারের তরফে বিষয়টি আগরতলা পূর্ব মহিলা থানার পুলিশকে লিখিতভাবে জানানো হয়৷ মহিলা থানার পুলিশ ঘটনার খবর পাওয়ার পরপরই ছুটে যায়৷ অভিযুক্ত শঙ্কুঋষি দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তার বিরুদ্ধে ধর্ষণ মামলা গৃহীত হয়েছে৷ এদিকে, নাবালিকাটিকে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ এদিকে, সন্ধ্যরাতে কৈলাসহরের ইরানী থানার অধীন অরবিন্দ সুকলে ২৮ বছর বয়সী এক যুবতীকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে৷ এই ঘটনার সাথে যুক্ত জামাল আলি নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার সন্ধ্যারাতে ওই যুবতীকে অরবিন্দনগর সুকলে ডেকে নিয়ে যায় জামাল৷ তারপর তাকে ধর্ষণ করা হয়৷ এদিকে খবর লেখা পর্যন্ত পুলিশ জামলাকে গ্রেপ্তার করেনি৷