BRAKING NEWS

খোয়াইয়ে কংগ্রেস ও সিপিএমে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন দীপক মজুমদার

Exif_JPEG_420নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৪ জুলাই ৷৷ পশ্চিমবাংলায় সিপিআই(এম) এর সাথে কংগ্রেসের জোট নিয়ে ক্ষুদ্ধ কংগ্রেস নেতৃত্বরা বিকল্প বিরোধী শক্তির খোঁজে তৃণমূলের প্রতি আস্থা দেখাচ্ছেন৷ কংগ্রেসের সাথে সম্পর্ক ছিন্ন করে একের পর এক কং-নেতৃত্ব তৃণমূল সামিল হচ্ছেন৷ এই ধারা অব্যহত রেখে খোয়াই ব্লক তৃণমূল কংগ্রেসের এক কর্মী সম্মেলনে তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের দীপক মজুমদার৷ যদিও তিনি আগরতলাতে বসেই তৃণমূলে যোগদান করতে পারতেন৷ কিন্তু খোয়াইবাসীকে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করতে বদ্ধপরিকর প্রাক্তন কংগ্রেস নেতৃত্ব দীপক মজুমদার কর্মী-সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন৷ সুবিশাল মিছিল করে তিনি তৃণমূলের কর্মী সম্মেলনে সামিল হন৷ এদিনকার কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল নেতৃত্ব সুদীপ রায় বর্মন, আশীষ সাহা এবং দলের খোয়াই জেলা সভাপতি মনোজ দাস সহ অন্যান্য নেতৃত্বরা৷
সোমবার সন্ধ্যায় কর্মী সম্মেলন শেষ করে একটি মিছিল সংগঠিত করে সুভাষপার্ক কোহিনুর কমপ্লেক্সের সামনে এক সভায় মিলিত হন তৃণমূল নেতা, কর্মী সমর্থকরা৷ সভায় ভাষণ রাখতে গিয়ে সুদীপ রায় বর্মন চিটফান্ড ইস্যুতে সরব হন৷ সেই সাথে উনার ভাষণে উঠে খোয়াই ক্যাবল অপারেটারদের প্রসঙ্গ৷ খোয়াই ক্যাবল নেটওয়ার্ককে একহাত নিয়ে বলেন, আগরতলায় কি কি ঘটনা ঘটছে তা খোয়াইবাসী কেউই দেখতে পারেন না৷ কারন খোয়াই ক্যাবল নেটওয়ার্ক নাকি আগরতলা থেকে সম্প্রচারিত বিভিন্ন চ্যানেল সম্প্রচার করে না৷ অথচ ক্যাবল অপারেটররা নাকি ঐ সমস্ত চ্যানেল থেকে অগ্রিম টাকা নিয়ে বসে আছে বলে দাবি করেন সুদীপ রায় বর্মন৷ একই সাথে সুদীপ বাবুর ভাষণে উঠে আসে খোয়ইয়ের চাঞ্চল্যকর নিকুঞ্জ বর্মন হত্যা মামলার বিষয়টিও৷ তিনি বলেন খোয়াইয়ের মানুষ প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে৷
যদিও বর্তমানে বিরোধী দলের ভূমিকা হচ্ছে একটি গনতান্ত্রিক অধিকার৷ সংগঠনকে মজবুত করা এবং বর্তমানে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন ইস্যু রয়েছে৷ মূলত দ্রব্যমূল্য গ্রাম পাহাড়ে ভয়ানক পরিস্থিতি৷ দ্রব্যমূল্য রাস্তাঘাট, পানীয় জল, চিকিৎসা ব্যবস্থা সহ জনস্বার্থে রয়েছে বিভিন্ন আন্দোলন সূচী৷ সব বিরোধী দলের চলছে দলত্যাগ করিয়ে আনা কর্মী সমর্থকদের আলোচনা৷ সব মিলিয়ে সরব হওয়া দরকার রাজ্যের সব বিরোধী দলের৷ ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আজকের কর্মী সম্মেলন এবং পথ সভা শেষ করেন খোয়াই তৃণমূল নেতা মনোজ দাস সবাইকে শুভেচ্ছা জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *