ঢাকা, ৪ জুলাই (হি.স.): বাংলাদেশে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে খুন হলেন শাসক দল আওয়ামি লিগের নেতা সিরাজুল ইসলাম (৬৮)| দুর্বৃত্তদের ছোড়া গুলিতে জখম হলেন সিরাজুলের স্ত্রী ইয়াসমিন আখতারও| সঙ্কটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| রবিবার রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে কক্সবাজারে টেকনাফে নতুন পল্লানপাড়ায়|
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রাত তখন দেড়টা হবে, টেকনাফে নতুন পল্লানপাড়ার তিন রাস্তার মাথায় আওয়ামি লিগ নেতা সিরাজুল ইসলামের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুর্বৃত্তরা| সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন সিরাজুল| পাশেই ছিলেন সিরাজুলের স্ত্রী ইয়াসমিন| তিনিও গুলিবিদ্ধ হন|
টেকনাফের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক পদস্থ কর্তা জানিয়েছেন, সিরাজুলকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃতু্য হয়| বেশি রক্তক্ষরণে তাঁর মৃতু্য হয়েছে| সঙ্কটজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিত্সাধীন সিরাজুলের স্ত্রী ইয়াসমিন| তাঁর ডান পায়ের হাঁটুতে গুলি লেগেছে| এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি|