মাজুলি (অসম), ০৪ জুলাই (হি.স.) : গত দুদিনের ভারী বৃষ্টিপাতে হু হু করে বাড়ছে উজান অসমের সুবনশিরি, খাবলু, লুইত, খেরকেটিয়া ও জিয়াধল নদীর জলস্তর। এতে মাজুলির উত্তর-পশ্চিম অঞ্চলে ভয়াবহ রূপ ধারণ করেছে। খবর লেখা পর্ষন্ত নদীগুলির জলপৃষ্ঠ দ্রুতগতিতে বাড়াষ় জলমগ্ন হয়ে পড়েছে মাজুলির বিস্তীর্ণ অঞ্চল। পঞ্চাশের বেশি গ্রাম, রাস্তাঘাট, নানা প্রতিষ্ঠানের পাশাপাশি হাজার হাজার হেক্টর খেতের বোরো ধান জলের তলায় চলে গেছে। বন্ষার জল প্লাবিত করেছে মাজুলির থেকে শুরি করে উজান মাজুলির বরগুড়ি পর্যন্ত পূর্ত সড়ক। ডুবে গেছে মহকুমা সদর গড়মুরে অবস্থিত সিআরপিএফ ক্যাম্পও। হাহাকার শুরু হয়েছে জওয়ানদের মধ্যে। বাধ্য হয়ে গড়মুর নাট্যমন্দিরে স্থানান্তর করা হয়েছে সিআরপিএফ ক্যাম্প।
এদিকে, খারজানপার, সিতাদারচুক, নতুন কেঁকোরা ইত্যাদি গ্রামের পাশাপাশি মানিকচাপরির বৃহত্তর অঞ্চলের মানিকপুর, বগরিগুড়ি, এজারগুড়ি, জকাইবোয়া উজান এবং নিম্ন বরকলিয়া, সরুকলিয়া মেরুয়াবাড়ি, নতুন কমলাবাড়ি, নাগনচুক, বরগুড়ি ইত্যাদি গ্রাম সম্পূর্ণ জলমগ্ন হয়ে গেছে। একইভাবে নিম্ন মাজুলির মিসামারা, কেরকের, সারওয়াটি, বাঘগাঁও, মাজরচাপরি, কুলিসাপরি, সিলাকলার বাইরের অংশ পাবনা বিরিনাবাড়ি, অর্জুনগুড়ি, বরুণচুক, নগরগাঁও ইত্যাদি গ্রামগুলিও প্লাবিত হয়েছে।
অর্জুনগুড়ি বরুণচুকের পাশাপাশি লখিমপুর জেলার সীমান্তবর্তী বরালিমারা, পাথরিচুক, নগরগাঁও ইত্যাদি অঞ্চলও বন্যার তাণ্ডবের শিকার হয়েছে। বন্যার জল প্লাবিত হওয়ায় অধিকাংশ গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। একইভাবে বন্যার জল দ্রুতগতিতে বাড়ায় গবাদি পশুকে নিয়ে বিপাকে পড়েছেন গৃহস্থরা।
লালুকে গাভরু-পাভ নদীর জলস্ফীতিতে লালুকের বিস্তীর্ণ অঞ্চল, ঢকুয়াখানার অসংখ্য গ্রাম এ-মুহূর্তে সম্পূর্ণ জলমগ্ন।