কলকাতা, ২ জুলাই৷৷ এই জোটকে আরও পরীক্ষা দিতে হবে৷ তার ওপর নির্ভর করবে এই জোট ভবিষ্যতে থাকবে কি থাকবে না জলপাইগুড়িতে এমনই বললেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক সুর্যকান্ত মিশ্র৷
এদিন জলপাইগুড়ি সিপিআইএম পার্টি অফিসে সাংবাদিক বৈঠকে সুর্যকান্ত মিশ্র জোট প্রসঙ্গে বলেন জোট হয়েছিল না কি হয়েছিল না অন্যকিছু সেটা কথা নয়৷ বিরোধী শক্তিকে পরাস্ত করতে হবে মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরী হয়েছিল৷ একটা ইতিবাচক দিক তৈরী হয়েছিল৷ একটা আত্মবিশ্বাস তৈরী হয়েছিল যে এই সরকারকে পরাস্ত করতে হবে৷ জোট না আসন সমঝোতা সেটা আমরা বলে থাকি৷ সাধারণ মানুষ সেটা বোঝেনা৷ আমরা বলেছিলাম যারা বাম, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং তৃণমূলকে হঠাতে চান, বিজেপিকে হঠাতে চান তাই এই জোট হয়েছিল৷ অতি দ্রুততার সাথে এটা করা মুস্কিল হয়ে গিয়েছিল৷ তিনি বলেন, ভোটের ফলাফল আমাদের সাংগঠনিক দুর্বলতা তা নিয়েই আমরা পর্যালোচনা করছি৷
ধর্মনিরপেক্ষ ভাবে, জোটবদ্ধ ভাবে প্রতিবাদ জানাতে এই জোট হয়েছিল৷ তিনি আরও বলেন ভোট লুঠ হয়েছে৷ নিরপেক্ষ ভাবে ভোট হয়নি৷ সুর্যকান্ত মিশ্র জানান তিনি ভোটের আগের দিন পর্যবেক্ষককে ফোন করেছিলেন তিনি ধরেননি৷ অবাধ নির্বাচন হয়নি৷ এপিক কার্ড দিয়ে ভোট হয়নি৷ ১০০টি কেন্দ্রে ভিভিপ্যাদ লাগানোর কথা থাকলেও তা করা হয়নি বলেও নির্বাচন কমিশনকে একহাত নেন সুর্যাকান্ত মিশ্র৷ তিনি বলেন আমরা বহু জায়গায় এজেন্ট দিতে পারিনি৷ যেখানে শাসক দল পিছিয়ে পরেছে সেখানেই বেছে বেছে সন্ত্রাস চালানো হচ্ছে বলে অভিযোগ সুর্যকান্ত মিশ্রের৷ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন আমাদেরকেও একত্রিত হয়ে বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে জোটবদ্ধ হতে হবে৷ বাংলার ওপারে এবং এপারেও সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করতে হবে বলে ও তিনি জানান৷