নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷ বর্ডার হাটে বাণিজ্য খুবই সন্তোষজনক৷ এই বিষয়ে শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী জানান, ত্রিপুরায় দুটি বর্ডার হাট দিয়ে খুব ভাল বাণিজ্য হচ্ছে৷ দু’পাড়ের ২৫-২৭ জন বিক্রেতা ঐ হাটগুলিতে বিকিকিনি করছেন৷ হাটগুলিতে বিক্রেতার সংখ্যা আরও বাড়ানোর চিন্তাভাবনা চলছে৷ তবে এই বিষয়ে বাংলাদেশ সরকারের মঞ্জুরী আবশ্যিক৷ বাংলাদেশ সরকার বিক্রেতার সংখ্যা বৃদ্ধির বিষয়ে সম্মতি জানালে এপাড় ওপাড়ে আরও বিক্রেতা বাড়বে৷ এদিন শিল্প ও বাণিজ্য মন্ত্রী বলেন, সীমান্তে অবৈধ বাণিজ্য অনেকটাই কমেছে৷ তাঁর মতে প্রায় ৯০ শতাংশ অবৈধ বাণিজ্য এই বর্ডার হাটের কারণে কমে গিয়েছে৷ এদিকে, বর্ডার হাটের সংখ্যা আরও বাড়ানো হবে৷ এই বিষয়ে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকে প্রস্তাব পাঠিয়ে রাখা হয়েছে৷ কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকও বর্ডার হাটের সংখ্যা আরও বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে৷ তাতে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আরও কয়েকটি বর্ডার খুলবে৷ এর মধ্যে ধর্মনগর এবং কমলপুরে অগ্রাধিকারের ভিত্তিতে দুটি বর্ডার হাট স্থাপন করা হবে বলে জানা গিয়েছে৷ এদিকে, সম্প্রতি কমালাসগর বর্ডার হাটের দিন পরিবর্তন করা হয়েছে৷ এই হাট বসত প্রতি সপ্তাহের বৃহস্পতিবার৷ তা পরিবর্তন করে করা হয়েছে বুধবার৷