BRAKING NEWS

ঘাটতিগুলি চিহ্ণিত করে আগামীদিনে আরও ভাল ফল করতে হবে ঃ কৃতীদের সংবর্ধিত করে বলেন মুখ্যমন্ত্রী

CM TBSEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷ ছাত্রছাত্রীদের ভাল নম্বরের পাশাপাশি ভাল মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে৷ এই কাজে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের দায়িত্ব নিতে হবে৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার আজ দুপুরে আগরতলার নজরুল কলাক্ষেত্রে আয়োজিত মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবারের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা মাধ্যমিক (আলিম) মাদ্রাসা ফাজিল (থিওলজি), মাদ্রাসা ফাজিল(আর্টস) পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধিত করে এই কথা বলেন৷ ত্রিপুরা সরকারী শিক্ষক সমিতি(এইচ বি রোড) আয়োজিত শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সমাজ ব্যবস্থায় লোভ সংবরণ করে নিজেকে সংযত রেকে মানুষের জন্য কাজ করাই বড় ব্যাপার৷ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, সামনে দীর্ঘ পথ, ছাত্রছাত্রীদের চড়াই উৎরাই অতিক্রম করে মানুষের জন্য কিছু করার জন্য এগিয়ে যেতে হবে৷ এটাই সমাজের প্রত্যাশা৷ তিনি ছাত্রছাত্রীদের সমাজ এবং দেশের কথা ভাবতে আহ্বান জানান৷ ছোট বয়স থেকেই তাদের এই বিষয়গুলি শিখিয়ে তোলার উপরও তিনি গুরুত্ব দেন৷ মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের ধর্ম, বর্ণ এবং সম্প্রদায়ের উধের্ব উঠে সকল অংশের মানুষকে ভালবাসতে এবং বড়দের প্রতি শ্রদ্ধাশীল হতে পরামর্শ দেন৷
মুখ্যমন্ত্রী রাজ্যে যে শিক্ষার পরিকাঠামো গড়ে উঠেছে ও পরিবেশ সৃষ্টি হয়েছে একে কাজে লাগিয়ে ছাত্রছাত্রীদের আগামী দিনে পরীক্ষায় আরো ভাল ফল করার উপর গুরুত্ব আরোপ করেন৷ তিনি বলেন, রাজ্য সরকার শিক্ষা ও স্বাস্থ্যের জন্য বাজেটে অধিক অর্থ বরাদ্দ করছে৷ রাজ্যে উচ্চ শিক্ষার ও যথেষ্ট সুযোগ রয়েছে যা অন্যান্য অনেক রাজ্যেই নেই৷ এই সুযোগুলি কাজে লাগিয়ে ছাত্রছাত্রীদের এগিয়ে যেতে তিনি পরামর্শ দেন৷ প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী শ্রী সরকার ফলাফলের ক্ষেত্রে দুর্বলতাগুলি দূর করতে শিক্ষক শিক্ষিকাদের অভিভাবকদের সঙ্গে পর্যালোচনা করতেও নির্দেশ দেন৷ অভিভাবকদের ছেলে মেয়েদের বিদ্যালয়ে ভর্তি করে পরবর্তী সময় সর্বদা খোঁজ খবর রাখা, ছেলেমেয়েদের মধ্যে শৃঙ্খলাবোধ সৃষ্টি করার উপরও তিনি গুরুত্ব দেন৷ মুখ্যমন্ত্রী কৃতী ছাত্রছাত্রীদের হাতে স্মারক উপহার তুলে দিয়ে তাদের এই সাফল্যকে আরও সংহত করে, ঘাটতিগুলি চিহ্ণিত করে আগামী দিনে আরো ভাল ফল করতেও পরামর্শ দেন৷
মুখ্যমন্ত্রী মানিক সরকার কৃতী ছাত্রছাত্রীদের ইচ্ছা এবং ভাবনাকেও স্বাগত জানান৷ এর আগে আলোচনায় অংশ নেয় মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকারী শিশুবিহার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী শ্রেষ্ঠা দেব, মাদ্রাসা আলিম (মাধ্যমিক) পরীক্ষায় প্রথমস্থান অধিকারী সোনামুড়ার বড়নারায়ণ ইসলামিরা আলিম (হাই) মাদ্রাসার ছাত্রা আমানুল্লা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থানাধিকারী নেতাজী সুভাষ বিদ্যা নিকেতনের ছাত্র সৌরভ মিত্র৷ উল্লিখিত তিন জন কৃতী ছাত্রছাত্রী ছাড়াও মুখ্যমন্ত্রী মাদ্রাসা ফাজিল (উচ্চ মাধ্যমিক) থিওলজি পরীক্ষার প্রথম স্থানাধিকারী সোনামুড়ার দাওধারানি সিদ্দিকি ফাজিল উচ্চ মাধ্যমিক মাদ্রাসার ছাত্র ইয়াসিন মিঞা এবং মাদ্রাসা ফাজিল (উচ্চ মাধ্যমিক) আর্টস এর প্রথম স্থানাধিকারী ধর্মনগরের কৃতি উচ্চতর মাধ্যমিক (ফাজিল) মাদ্রাসার ছাত্র আবুল ফজল আসমাদ-এর হাতে স্মারক উপহার তুলে দেন৷ অনুষ্ঠানে এছাড়াও মাধ্যমিক পরীক্ষায় ১২ জন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ১০ জন কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয়৷
শুরুতেই স্বাগত ভাষণে ত্রিপুরা সরকারী শিক্ষক সমিতি (এইছ বি রোড) এর সাধারণ সম্পাদক স্বপন বল বলেন, ছাত্রছাত্রী তথা ভাবী নাগরিকদের সমাজের দায়বদ্ধ নাগরিক করে তোলা শিক্ষক সমাজেরও দায়িত্ব৷ সেই লক্ষেই এই শুভেচ্ছাজ্ঞাপন অনুষ্ঠান বলেও তিনি উল্লেখ করেন৷
অনুষ্ঠানে অসীম পাল এবং আব্দুল মোতালেবও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন৷ সভাপতিমন্ডলীতে ছিলেন আয়োজক সংগঠনের নেতৃত্ব সুকান্ত ব্যানার্জী, মফিউজউদ্দিন মিঞা এবং ইলা ধর৷ সংগঠনের শিল্পীগণ উদ্বোধন সঙ্গীত পরিবেশন করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *