নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২ জুলাই৷৷ গরম ডালে পড়ে আহত সাড়ে তিন বছরের এক শিশু৷ আহত শিশুর নাম দ্বিপায়ন দাস৷ বয়স সাড়ে তিন বছর৷ পিতা বাবুল দাস৷ বাড়ী তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ী এলাকায়৷ বর্তমানে আহত শিশুর চিকিৎসা রাজধানীর জিবি হাসপাতালে চলছে৷
সংবাদে জানা গিয়েছে, শনিবার বাইশ গড়িয়ার এলাকাস্থিত দাদুর বাড়িতে দ্বিপায়নের মামার বৌভাতের অনুষ্ঠানে ছিল৷ দ্বিপায়ন তার বাবা মার সাথে আসে৷ দ্বিপায়ন দাস আচমকা বৌভাতের রান্না করা ঘরের মধ্যে ঢুকে যায় খেলা করতে করতে৷ এক সময় সে খেলা করতে করতে ভুবিভোজের জন্যে রান্না করে রাখা গরম ডালের মধ্যে পরে যায়৷ তার চিৎকার শুনে বাড়ীর লোকজনেরা গরম ডাল থেকে দ্বিপায়নকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাকে জিবি হাসপাতালে রেফার করে দেয়৷ জানা গেছে তার শরীর ৭৫ শতাংশ পুড়ে গেছে৷