নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ বৃহস্পতিবার সকালে রাজধানী আগরতলা শহর সংলগ্ণ কাশীপুরে বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন এক বিদ্যুৎ কর্মী৷ তার জহর সাহা৷ বিদ্যুৎ লাইনে কাজ করার সময় তার অজান্তেই হঠাৎ বিদ্যুৎ সংযোগ চলে আসে৷ তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপর থেকে নিচে পড়ে যান ঐ বিদ্যুৎ কর্মী৷ বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় তার শরীর ঝলসে গেছে৷ নিচে পড়ে যাওয়ায় তিনি আরো গুরুতরভাবে আহত হয়েছেন৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বিদ্যুৎ নিগমের অসাবধানতার কারণেই এধরনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে৷