নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ আসাম থেকে বাঙালীদের উৎখাতের অভিযোগে ঐ রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের কুশপুতল দাহ করে প্রতিবাদ জানাল আমরা বাঙালী ত্রিপুরা রাজ্য কমিটি৷ দলের পক্ষ থেকে বৃহস্পতিবার আগরতলায় একটি মিছিল সংগঠিত করা হয়৷ মিছিলটি শহেরর বিভিন্ন পথ পরিক্রমা করে মোটরস্ট্যান্ডে গিয়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের কুশপুতুল দাহ করেছে৷
এদিনের আন্দোলনের নেতৃত্ব দেন দলের রাজ্য কমিটির সচিব হরিগোপল দেবনাথ৷ তিনি জানিয়েছেন, আসামের নতুন বিজেপি সরকার সেখানে বসবাসকারী বাঙালীদের উৎখাত করার ষড়যন্ত্র করছে৷ বিশেষ করে বরাক উপত্যকায়৷ আসামের বাঙালীরা আজও পিছিয়ে রয়েছে৷ তাদের প্রতি চরম বঞ্চনা করা হচ্ছে৷ উন্নয়নের ক্ষেত্রে কোন উদ্যোগ নেওয়া হচ্ছেনা৷ দলের পক্ষ থেকে আসাম সরকারের এই ধরনের ভূমিকার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে৷ আগামীদিনে আন্দোলন জারী থাকবে বলে জানিয়েছেন শ্রীদেবনাথ৷