পৃথক স্থানে যান সন্ত্রাসের বলি এক বৃদ্ধা, গুরুতর জখম নয়জন

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ সাব্রুম মহকুমার মনুবাজার থানার অধীনে আজ দুপুর ১২টা নাগাদ মাইরাছড়িতে একটি অটো গাড়ির ব্রেক ফেল করে নদীতে পড়ে যায়৷ গাড়িটি বনকুলের নতুন বাজার থেকে ৭ জন যাত্রী নিয়ে কলাছড়া বাজারে যাওয়ার পথে নতুন অটো গাড়িটি ব্রেক ফেল করে খাদে পড়ে গিয়ে প্রায় ৫০ফুট নিচে গিয়ে মনু নদীতে পড়ে যায়৷ জানা গিয়েছে সিন্দুক পাথর করঝরি এলাকার মাইলতি ত্রিপুরা ৬২ বছরের বয়সী বৃদ্ধা উপজাতি মহিলা বেশ কিছুদিন যাবৎ বাড়িতে জ্বরে ভুগছিলেন৷ আজ এই অটো গাড়িটি করে ডাক্তার দেখানোর জন্য কলাছড়া হাসপাতালে যাওয়ার জন্য অটো গাড়িতে উঠেন৷ এর মধ্যে কৃষ্ণরাম ত্রিপুরা বেঁচে গিয়ে নদী থেকে উঠে এলাকার লোকজনদেরকে ডাক দিতে গিয়ে সাথে সাথে বনকুল প্রাথমিক হাসপাতালে নিয়ে আসেন৷ হাসপাতালের কর্মরত চিকিৎসক সাথে সাথে মাইলতি ত্রিপুরাকে মৃত বলে ঘোষণা করে এবং হরিমালা ত্রিপুরা, কনরাম ত্রিপুরা, দ্রবারং ত্রিপুরা, এল বার্ড ত্রিপুরা এরা চারজনকে কর্মরত চিকিৎসক গুরুতর অবস্থা দেখে সাথে সাথে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে রেফা করে দেন৷ এই দিকে সিন্দুক পাথর মাইলতি ত্রিপুরার মৃত্যুর খবর নিয়ে এলাকাতে শোকের ছায়া নেমে আসে৷
আগরতলা বিমানবন্দর ভিআইপি রোডে মহাকরণের সামনে মঙ্গলবার পথ দূর্ঘটনায় দুই বাইক আরোহী গুরুতরভাবে জখম হয়েছেন৷ তারা হলেন, দীপঙ্কর দেববর্মা ও প্রভাত দেববর্মা৷ তারা বাইকে করে আসাম রাইফেলস ক্যাম্পের উদ্দেশ্যে যাচ্ছিলেন৷ তখনই উল্টো দিক থেকে একটি গাড়ি টিআর-০১-একিও-২৭২ বাইকটিকে মুখোমুখী ধাক্কা দেয়৷ তাতে বাইক আরোহী দুই যুবক গুরুতর ভাবে আহত হয়৷ দূর্ঘটনার পর গাড়ি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ি ফেলে৷ নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানার পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে জি বি হাসপাতালে নিয়ে যায়৷ দূর্ঘটনাস্থল থেকে গাড়ি ও বাইক উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ৷ এই ব্যাপারে একটি মামলা করা হয়েছে থানায়৷ চালককে আটক করা যায়নি৷ গাড়ি চালকের অসাবধানতার কারণেই এই দূর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে৷ এদিকে, মঙ্গলবার বেলা সাড়ে নয়টা নাগাদ বটতলা বাজারের কাছে একটি সুকটির ধাক্কায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহত মহিলার নাম মঞ্জুরাণী দাস৷ বাড়ি ভট্টপুকুর এলাকায়৷ মহিলা পেশায় গৃহপরিচারিকা৷ কাজের উদ্দেশ্যেই বাড়ি থেকে বের হয়েছিলেন৷ রাস্তার পাশে তিনি যখন দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন তখনই সুকটিটি এসে তাকে ধাক্কা দেয়৷ মহিলাকে ধাক্কা দিয়ে সুকটিটিও ছিটকে পড়ে৷ তাতে সুকটির দুই আরোহী ধ্রুবা দেব এবং সরস্বতী সরকার ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হন৷ স্থানীয় লোকজনরা আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে আইজিএম হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে তাদেরকে জি বি হাসপাতালে রেফার করা হয়েছে৷ দূর্ঘটনায় গৃহপরিচারিকার আঘাত গুরুতর হলেও তাকে জি বি হাসপাতালে বিনা চিকিৎসায় রেখে সুকটি আরোহী দুইজনকে চিকিৎসার জন্য ব্যস্ত হয়ে উঠেন কর্তব্যরত ডাক্তারবাবুরা৷ তাতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সেবাধর্ম নিয়েও নানা প্রশ্ণ উঠেছে৷ জানা গিয়েছে সুকটি আরোহী দুইজনই জি বি হাসপাতালের কর্মী৷