ধর্ষণ মামলায় অভিযুক্ত এসডিএম পান্না সাসপেন্ড,গ্রেপ্তারের দাবীতে থানায় ধর্ণা বিভিন্ন দল ও সংগঠনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ ধর্ষণে অভিযুক্ত সোনামুড়ার প্রাক্তন মহকুমা শাসক পান্না আহমেদকে সাময়িক বরখাস্ত

ধর্ষণ মামলায় অভিযুক্ত সাসপেন্ডেড টিসিএস অফিসার পান্না আহমেদকে গ্রেপ্তারের দাবিতে বিজেপি পশ্চিম আগরতলা মহিলা থানার সামনে রাস্তা অবরোধ করে, একই দাবীতে কংগ্রেস এবং এআইডিএস ঐ থানায় ধর্ণা আন্দোলন সংগঠিত করেছে মঙ্গলবার৷ ছবি নিজস্ব৷
ধর্ষণ মামলায় অভিযুক্ত সাসপেন্ডেড টিসিএস অফিসার পান্না আহমেদকে গ্রেপ্তারের দাবিতে বিজেপি পশ্চিম আগরতলা মহিলা থানার সামনে রাস্তা অবরোধ করে, একই দাবীতে কংগ্রেস এবং এআইডিএস ঐ থানায় ধর্ণা আন্দোলন সংগঠিত করেছে মঙ্গলবার৷ ছবি নিজস্ব৷

করা হয়েছে৷ মঙ্গলবার এই মর্মে রাজ্য প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ এদিন মহাকরণে মুখ্যসচিব যশপাল সিং জানিয়েছেন, নির্ধারিত নিয়ম মেনে কাজের দায়িত্ব সঠিক আধিকারিকের হাতে তুলে না দেওয়ার বদলে কর্মক্ষেত্রে ছেড়ে আগরতলা চলে আসার জন্য পান্না আহমেদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ তবে, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও রয়েছে৷ সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা আদালত গ্রহণ করবে৷ আপাতত রাজ্য প্রশাসন তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে৷
এদিকে, মঙ্গলবার দিনভর পান্না আহমেদ ইস্যুতে রাজধানীতে রাজনৈতিক উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছিল৷ বিজেপি, কংগ্রেস, এআইডিএসও প্রভৃতি রাজনৈতিক দলগুলি ধর্ষণে অভিযুক্ত পান্না আহমেদকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে৷ পশ্চিম আগরতলা মহিলা থানার সামনে রাজনৈতিক দলগুলির কর্মী সমর্থকরা একে একে বিক্ষোভ প্রদর্শন করে৷ এদিন সকালে প্রদেশ যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেস এক র্যালি সংগঠিত করে মহিলা থানার সামনে বিক্ষোভ প্রদর্শনে সোচ্চার হয়৷ বিজেপির কর্মী সমর্থকদেরও থানার বাইরে বিক্ষোভ কর্মসূচী করতে দেখা গেছে৷ এদিকে, এআইডিএসও দলের কর্মী সমর্থকরাও ধর্ষণে অভিযুক্ত পান্না আহমেদকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হন৷

ধর্ষণ মামলায় অভিযুক্ত সাসপেন্ডেড টিসিএস অফিসার পান্না আহমেদকে গ্রেপ্তারের দাবিতে বিজেপি পশ্চিম আগরতলা মহিলা থানার সামনে রাস্তা অবরোধ করে, একই দাবীতে কংগ্রেস এবং এআইডিএস ঐ থানায় ধর্ণা আন্দোলন সংগঠিত করেছে মঙ্গলবার৷ ছবি নিজস্ব৷
ধর্ষণ মামলায় অভিযুক্ত সাসপেন্ডেড টিসিএস অফিসার পান্না আহমেদকে গ্রেপ্তারের দাবিতে বিজেপি পশ্চিম আগরতলা মহিলা থানার সামনে রাস্তা অবরোধ করে, একই দাবীতে কংগ্রেস এবং এআইডিএস ঐ থানায় ধর্ণা আন্দোলন সংগঠিত করেছে মঙ্গলবার৷ ছবি নিজস্ব৷

এদিন দিনভর রাজনৈতিক দলগুলির বিক্ষোভ আন্দোলনের মুখে পুলিশ প্রশাসনকে অনেকটাই বেগ পেতে হয়েছে৷ নানাভাবে তাদেরকে বুঝানোর চেষ্টা করা হলেও রাজনৈতিক দলগুলির কর্মী সমর্থকরা পুলিশ প্রশাসনের কোন কথা শুনতে নারাজ ছিলেন৷ বিশেষ করে কংগ্রেস এবং বিজেপির কর্মী সমর্থকেরা থানার বাইরে ধর্নাও প্রদর্শন করে৷ এনিয়ে আজ দিনভর পশ্চিম আগরতলা মহিলা থানা চত্বরে উত্তেজনা বিরাজ করছিল৷
এদিকে, রাজ্য প্রশাসন সূত্রে খবর, এই ধর্ষণ ঘটনায় অন্য মোড় রয়েছে৷ সূত্রের দাবি, ঐ মহিলার সাথে পূর্বপরিচিতির কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে৷ ফলে, এই ধর্ষণের ঘটনার পেছনে অন্য রহস্যও থাকতে পারে বলে সূত্রের অনুমান৷ তবে, প্রাথমিক পরিস্থিতির নিরিখে ধর্ষণ জনিত ঘটনার প্রমাণ মিলেছে বলে জানা গেছে৷ কিন্তু ঐ মহিলার মেডিক্যাল রিপোর্ট এবং অভিযুক্ত গ্রেপ্তারের পর তার মেডিক্যাল রিপোর্ট মিলিয়ে দেখার পরই ধর্ষণের ঘটনা নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে৷ ঐ মহিলার মেডিক্যাল রিপোর্ট এখনো এসে পৌঁছায়নি৷ পুলিশ জানিয়েছে, ফরেনসিক ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷

ধর্ষণ মামলায় অভিযুক্ত সাসপেন্ডেড টিসিএস অফিসার পান্না আহমেদকে গ্রেপ্তারের দাবিতে বিজেপি পশ্চিম আগরতলা মহিলা থানার সামনে রাস্তা অবরোধ করে, একই দাবীতে কংগ্রেস এবং এআইডিএস ঐ থানায় ধর্ণা আন্দোলন সংগঠিত করেছে মঙ্গলবার৷ ছবি নিজস্ব৷
ধর্ষণ মামলায় অভিযুক্ত সাসপেন্ডেড টিসিএস অফিসার পান্না আহমেদকে গ্রেপ্তারের দাবিতে বিজেপি পশ্চিম আগরতলা মহিলা থানার সামনে রাস্তা অবরোধ করে, একই দাবীতে কংগ্রেস এবং এআইডিএস ঐ থানায় ধর্ণা আন্দোলন সংগঠিত করেছে মঙ্গলবার৷ ছবি নিজস্ব৷

এদিকে, আজ ঐ মহিলার ১৬৪ সিআরপিসি ধারায় বয়ান রেকর্ড করা হয়েছে৷ ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঐ মহিলার বয়ান রেকর্ড করা হয়েছে৷
এদিকে, সূত্রের দাবি মঙ্গলবার গভীর রাতে অভিযুক্ত পান্না আহমেদকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হবে৷ তিনি আগরতলাতেই কোন এক গোপন জায়গায় আত্মগোপন করে রয়েছে বলে পুলিশের দাবি৷