নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৭ জুন৷৷ শিক্ষকের বদলিকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সব শিক্ষককে তালা বন্দি করে রাখে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মুঙ্গিয়াকামী বিদ্যালয়ের পরিদর্শক৷
ঘটনার বিবরনে জানা যায় মুঙ্গিয়াকামী বিদ্যালয় পরিদর্শকের অধীন তুইমধু উচ্চ বিদ্যালয়৷ এই বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ক শিক্ষক ছিলেন দেবাশীষ দত্ত৷ রাজ্য শিক্ষা দফতর আচমকা এই শিক্ষককে বদলি করে দেয় হাওয়াইবাড়ি উচ্চ বিদ্যালয়ে৷ এই ঘটনা ছাত্রছাত্রীরা জেনে শুক্রবার দুপুর ১২টা নাগাদ তুইমধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের তালবন্দী করে রাখে৷ এই খবর পেয়ে মুঙ্গিয়াকামী বিদ্যালয় পরিদর্শক সুনাকান্ত দেববর্মা ছুটে আসে বিদ্যালয়ে৷ বিদ্যালয় পরিদর্শক শ্রী দেববর্মা উত্তেজিত ছাত্রছাত্রীদের সাথে কয়েক দফা আলোচনাও করে৷ কিন্তু তাতেও কোনো ফয়সলা হয়নি৷ ক্ষুদ্ধ ছাত্রছাত্রীদের দাবী বিজ্ঞান বিষয়ক শিক্ষক দেবাশীষ দত্তের বদলির আদেশ বালিত করলে তবে তারা সুকলের তালা খুলে দেবে৷
পরে বিদ্যালয় পরিদর্শক ছাত্রছাত্রীদের প্রতিশ্রুতি দেন যে আগামী কিছু দিনের মধ্যে একজন বিজ্ঞান বিষয়ক শিক্ষক দেওয়া হবে৷ এই প্রতিশ্রুতি পাওয়ার পর ক্ষুদ্ধ ছাত্রছাত্রীরা সুকলের তালা বন্দী শিক্ষকদের মুক্তি দেয়৷
এদিকে তুইমধু উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক আমাদের প্রতিনিধিকে জানায়, বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ২৫০ থেকে ৩০০ জন৷ এই ছাত্রছাত্রীর নিরিখে শিক্ষকের সংখ্যা খুবই কম৷ এই বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা মাত্র ১০ জন৷ এর মধ্যে এক শিক্ষক বদলি হয়ে অন্যেত্রে চলে যাওয়ায় বিদ্যালয়ের সমস্যা দ্বিগুন বৃদ্ধি পেল৷
ক্ষুদ্ধ ছাত্রছাত্রীরা জানায় আগামী কিছুদিনের মধ্যে বিদ্যালয়ে সান্মাষিক পরীক্ষা শুরু হবে৷ এর মধ্যে বদলি৷ জানা গেছে এই তুইমধু উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিষয়ক শিক্ষক মাত্র ১জন৷ মূলত এই শিক্ষক বদলির ঘটনা ছাত্রছাত্রীরা মেনে দিতে পারছেনা৷ তাদের দাবী আগামী কিছু দিনের মধ্যে বিদ্যালয়ে বিজ্ঞান বিষয়ক শিক্ষক না দিলে ছাত্রছাত্রীরা বৃহত্তর আন্দোলনে নামবে৷
2016-06-18

