নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ খোয়াই জেলার উত্তর ঘিলাতলী গাঁওসভার সীতাকুন্ডু উচ্চ বুনিয়াদী বিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত৷ শিক্ষক ও উপযুক্ত পরিকাঠামোর অভাবে পঠনপাঠন লাটে উঠেছে৷ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিপজ্জনক ঝুকি নিয়ে সারমেয়র সঙ্গে ভাগাভাগি করে মিডডে মিল খেতে বাধ্য হচ্ছে৷
উত্তর ঘিলাতলী গাঁওসভার সীতাকুন্ডু সুকলটি স্থাপিত হয়েছিল ১৯৫২ সালে৷ প্রাচীন এই সুকলটি বর্তমানে সিনিয়র বেসিক স্তরে উন্নীত হয়েছে৷ ৬ষ্ঠ থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত ছাত্রছাত্রী সংখ্যা ৬২ জন৷ বেঞ্চ রয়েছে মাত্র ১০টি৷ নূ্যনতম ৩০ টি বেঞ্চ দরকার৷ বেঞ্চ না থাকায় মাটিতে বসিয়েই ছাত্রছাত্রীদের ক্লাস করতে হচ্ছে৷ বিদ্যালয়ের ঘরটিও জীণশীর্ণ হয়ে রয়েছে৷ টিনের ছাউনীর ঘরে অবৈজ্ঞানিকভাবে তৈরী সিলিং যেকোন সময় ভেঙ্গে পড়ে বড় ধরনের বিপদ ঘটতে পারে৷ এনিয়ে রীতিমতো আতঙ্কগ্রস্থ ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা৷ বিদ্যালয়ে নতুন ভবন তৈরী ও অন্যান্য পরিকাঠামো উন্নয়নের জন্য জোড়ালো দাবী জানানো হয়েছে৷
বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাওয়ার জন্য ডাইনিং রুম নেই৷ বারান্দায় বসে অসুরক্ষিতভাবে মিড ডে মিল খাচ্ছে ছাত্রছাত্রীরা৷ পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থাও নেই৷ অবিলম্বে এসব সমস্যা সমাধান করার জন্য দাবী উঠেছে৷ অভিভাবকদের তরফে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে যেখানে রাজ্য বামফ্রন্ট সরকার বলছে শিক্ষার পরিকাঠামো উন্নয়নের উপর জোর দেওয়া হচ্ছে৷ সেই জায়গায় এই যদি হয় সুকলের পরিকাঠামো তাতে স্বাভাবিক ভাবেই প্রশ্ণ উঠছে রাজ্যের শিক্ষা পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকারের আন্তরিকতা নিয়ে৷
2016-06-17

