উদয়পুরে গরমে অসুস্থ চার সুকলছাত্রী

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৪ জুন৷৷ প্রচন্ড গরমে সুকলের মধ্যেই অসুস্থ হয়ে পড়লো ৪ জন ছাত্রী৷ ঘটনা মন্দির নগরী উদয়পুরে৷ ৩ জন ছাত্রী হলো দাতারাম জুলাইবাড়ী সুকলের৷ এরা হল নবম শ্রেণীতে পড়ুয়া জেসমিন আকতার (১৫), পপি ত্রিপুরা (১৫) এবং তুহেলা বেগম (১৫) অপর আরেকজন ছাত্রী হলো চন্দ্রপুড় দ্বাদশশ্রেণী বিদ্যালয়ের নাম দ্বীপানিতা শর্মা সপ্তম শ্রেণীর ছাত্র৷ দ্বীপানিতা শর্মা প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেও বাকী ৩ জন বর্তমানে উদয়পুর ত্রিপুরাসুন্দরী মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন৷
ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার গরম পড়ায় সুকলের মধ্যেই অসুস্ত হয়ে পড়ে ছাত্রীরা৷ পরবর্তী সময় সুকলের তরফে পরিবারকে খবর দিয়ে সুকল কর্তৃপক্ষ ও পরিবারের লোকজন যৌথভাবে মিলে ত্রিপুরাসুন্দরী মহকুমা হাসপাতালে নিয়ে আসলে হাসপাতাল চিকিৎসক ৩ জনছাত্রীকে ভর্ত্তি করার পরামর্শ দেন এবং ১ জন প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেন৷ এদিকে গরমে ফলেই সুকলে এরা সবাই অসুস্থ হয়ে পড়েছে বলে অসুস্থ ছাত্রীদের পরিবারের অভিমত৷ এদিকে এই ঘটনার প্রথমদিকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা সুকলসহ এলাকায়৷