BRAKING NEWS

উচ্চশিক্ষা লাভের পর স্বদেশে ফিরে আসতে কৃতিদের প্রতি মুখ্যমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশে যেতে হতেই পারে৷ কিন্তু উচ্চশিক্ষা লাভের পর দেশে

এসএফআইয়ের উদ্যোগে আয়োজিত মেধা সম্মান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি পরীক্ষার্থীরা৷ শনিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে তোলা নিজস্ব ছবি৷
এসএফআইয়ের উদ্যোগে আয়োজিত মেধা সম্মান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি পরীক্ষার্থীরা৷ শনিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে তোলা নিজস্ব ছবি৷

ফিরে আসতেই হবে৷ দেশের মানুষের জন্য কাজ করতে হবে৷ দেশ ও মায়ের মধ্যে কোনও ফারাক নেই৷ আজ বিকালে রবীন্দ্রি শতবার্ষিকী ভবনে কৃতী ছাত্রছাত্রীদের মেধা সম্মান ও সংবর্ধুনা জ্ঞাপন অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড অঞ্জন কুমার ঘোষ৷ ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে৷ অনুষ্ঠানে ২০১৬ শিক্ষাবর্ষে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম দশ স্থানাধিকারীদের সম্মানিত করা হয়৷ তাদের হাতে মানপত্র এবং স্মারক উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং উপাচার্য অঞ্জন কুমার ঘোষ৷ উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগ মিলিয়ে প্রথম দশ স্থানাধিকারীদের পুরসৃকত করা হয়৷
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকার পরীক্ষায় কৃতিত্বের জন্য ছাত্রছাত্রী, তাদের বাবা-মা, অভিভাবক, শিক্ষক শিক্ষিকাদেরও অভিনন্দন জানান৷ তিনি বলেন, ছাত্র-ছাত্রীরা তাদের জীবনে প্রথম বা দ্বিতীয় সাফল্য অর্জন করেছে৷ জীবনের পরবর্তী পর্যায়ে আরও সাফল্য অর্জনের জন্য তাদের চেষ্টা চালিয়ে যেতে হবে৷ আত্মবিশ্বাস এবং বলিষ্ঠতা নিয়ে সাফল্য পাওয়ার পরিকল্পনা করতে হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, পরীক্ষায় ভাল নম্বর পাওয়ার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়লে জীবনের সাফল্যও সীমাবদ্ধ হয়ে পড়বে৷ নিজেকে সাধারণ মানুষের আস্থা বিশ্বাস ভরসাস্থলে পরিণত করতে হবে৷ মানুষকে ভালবাসতে হবে৷ সমাজের সুবিধা অসুবিধার কথা জানতে হবে৷ এদের কথা না ভাবলে, সমাজ জীবনে ছাপ ফেলার চেষ্টা না করলে নিজের পরিবারও আপনাকে ভুলে যাবে৷ সমাজের জন্য কাজ করলে মানুষের হৃদয়ে চিরকালের জন্য জায়গা পাওয়া যাবে৷
মুখ্যমন্ত্রী বলেন, মানব সম্পদ বিকাশের জন্য শিক্ষা এবং স্বাস্থ্য হলো মূল ভিত্তি৷ ত্রিপুরা সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেটের সব থেকে বেশী টাকা ব্যয় করছে৷ অথচ কেন্দ্রীয় সরকার যেভাবে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করছে তাতে গরীব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষার সুযোগ পাবেনা৷ রাজ্য সরকারের বক্তব্য হলো শিক্ষা সবার জন্য৷ সেই লক্ষ্য নিয়েই রাজ্য সরকার কাজ করছে৷
আলোচনায় উপাচার্য ড অঞ্জন কুমার ঘোষ ছাত্রছাত্রীদের তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানান৷ তিনি বলেন, ছাত্র ছাত্রীদের জীবনে আরও অনেক পরীক্ষা আসবে৷ সব পরীক্ষায় যেন তারা সাফল্যের সঙ্গে উর্ত্তীণ হয়৷ তারা যেন তাদের বিভাগে পড়াশুনা করে সর্বোচ্চ সাফল্য পায়৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এস এফ আই-র ত্রিপুরা রাজ্য কমিটির সভানেত্রী নীলাঞ্জন রায়৷ আলোচনা করেন সংগঠনের সম্পাদক নবারুণ দেব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LOKSABHA ELECTION 2024

Party Wise Results Status

PartyWonLeadingTotal
Bharatiya Janata Party - BJP22812240
Indian National Congress - INC881199
Janata Dal (Secular) - JD(S)4812
Samajwadi Party - SP36137
Telugu Desam - TDP8816
Shiv Sena (Uddhav Balasaheb Thackrey) - SHSUBT769
Communist Party of India (Marxist) - CPI(M)134
Aam Aadmi Party - AAAP123
Hindustani Awam Morcha (Secular) - HAMS101
Nationalist Congress Party - NCP101
Voice of the People Party - VOTPP101
Sikkim Krantikari Morcha - SKM101
Aazad Samaj Party (Kanshi Ram) - ASPKR101
All India Trinamool Congress - AITC28129
Dravida Munnetra Kazhagam - DMK14822
Janata Dal (United) - JD(U)12012
Nationalist Congress Party – Sharadchandra Pawar - NCPSP257
Shiv Sena - SHS707
Lok Janshakti Party(Ram Vilas) - LJPRV505
Yuvajana Sramika Rythu Congress Party - YSRCP314
Rashtriya Janata Dal - RJD314
Indian Union Muslim League - IUML303
Jharkhand Mukti Morcha - JMM303
Janasena Party - JnP022
Communist Party of India (Marxist-Leninist) (Liberation) - CPI(ML)(L)202
Viduthalai Chiruthaigal Katchi - VCK202
Communist Party of India - CPI202
Rashtriya Lok Dal - RLD202
Jammu & Kashmir National Conference - JKN202
United People’s Party, Liberal - UPPL011
Asom Gana Parishad - AGP011
Kerala Congress - KEC101
Revolutionary Socialist Party - RSP101
Zoram People’s Movement - ZPM011
Biju Janata Dal - BJD011
Shiromani Akali Dal - SAD011
Rashtriya Loktantrik Party - RLTP011
Bharat Adivasi Party - BHRTADVSIP011
Marumalarchi Dravida Munnetra Kazhagam - MDMK011
Apna Dal (Soneylal) - ADAL011
AJSU Party - AJSUP011
All India Majlis-E-Ittehadul Muslimeen - AIMIM011
Independent - IND617
Total50043543