BRAKING NEWS

যান দুর্ঘটনায় ক্ষুব্ধ জনতা অবরোধ করলেন আগরতলা-খোয়াই সড়ক

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ যান দুর্ঘটনার কারণে ক্ষিপ্ত জনতা দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখেন৷ শুক্রবার আগরতলা থেকে খোয়াই যাওয়ার পথে টিআর০৪-১৭২৮ নম্বরের একটি মিনি ট্রাক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে হেজামারা ব্লক সংলগ্ণ এলাকায় বিকাশ রঞ্জন দেববর্মার বসত ঘরে ঢুকে যায়৷ ঘরের মধ্যে তখন বিকাশবাবুর স্ত্রী সবিতা দেববর্মা ছিলেন৷ এই দুর্ঘটনায় তিনি গুরুতরভাবে আহত হয়েছেন৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় মোহনপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সেখান থেকে জিবিতে পাঠান৷
এদিন দুপুর একটায়এই দুর্ঘটনাটি ঘটলে স্থানীয় জনগণ ক্ষুব্ধ হয়ে আগরতলা-খোয়াই সড়ক অবরোধ করেন৷ তাতে রাস্তার দুধারের শতাধিক গাড়ি আটকে পড়ে যায়৷ দুর্ঘটনার খবর পেয়ে আগেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন সিধাই থানার ওসি সুব্রত দেবনাথ৷ কিন্তু তিনি ক্ষুব্ধ জনতাকে শান্ত করতে পারেননি৷ তারা অবরোধে অনঢ় থাকেন৷ শেষে মোহনপুরের এসডিএম জয়ন্ত দেববর্মা সহ মোহনপুরের ভারপ্রাপ্ত এসডিপিও বাবুল দাস ঘটনাস্থলে পৌঁছান৷ ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের আশ্বাস দেওয়ার পর বিকেল তিনটা নাগাদ আগরতলা-খোয়াই সড়ক অবরোধ মুক্ত হয়৷
স্থানীয় ক্ষুব্ধ জনগণ জানিয়েছেন, এই সড়ক দিয়ে প্রতিনিয়ত যানবাহন মারাত্মক গতিতে চলাচল করে৷ প্রায় সময়ই দুর্ঘটনা ঘটে৷ কিন্তু যানবাহনের গতি নিয়ন্ত্রণে প্রশাসনের তরফে কোন উদ্যোগ নেওয়া হয়না বলে অভিযোগ তুলেন স্থানীয় জনগণ৷ অবিলম্বে এই সড়কে পুলিশের নজরদারি বাড়ানোর দাবিও উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *