লিমা, ২ জুন (হি.স.) : দক্ষিণ আমেরিকার পেরুতে মাঝারি ধরনের ভূমিকম্প অনূভুত হয়েছে| রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২| বৃহস্পতিবার সকালে এই ভূমিকম্প আঘাত হানে| তবে এই প্রাকৃতিক দূর্যোগে কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক পরিমাপক সংস্থা ইউএসজিএস| সংস্থাটি আরও জানিয়েছে, এই ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল পুজচুছো থেকে ৩৬ কিলোমিটার দূরে| যার গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ৩৬ কিলোমিটার|
2016-06-02

