নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ স্নান সেরে উঠানে লোহার তারে কাপড় মেলতে গিয়ে তড়িতাহত হলেন এক গৃহবধূ৷ শুক্রবার সকালে কল্যাণপুর ব্লকের ঘিলাতলী গাঁও পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের অধীন মৃণাল কান্তি দেবনাথের বাড়িতে৷ জানা গেছে, এদিন সকালে স্নান সেরে মৃণাল কান্তি দেবনাথের স্ত্রী ঝর্ণা দেবনাথ বাড়ির উঠানের লোহার তারে ভেজা কাপড় মেলতে যান৷ তখনই ঘটে বিপত্তি৷ বাড়ির পাশের বিদ্যুতের খঁুটির লাইনে শর্ট সার্কিটের ফলে বাড়ির সবকিছুই শট সার্কিট ছিল৷ ফলে গুরুতরভাবে তড়িতাহত হন ঝর্ণা দেবী৷ তাকে কল্যাণপুর হাসপাতালে ভর্তি করানো হয়৷
2016-05-28

